কবিতায় - বঙ্গবন্ধু সম্মাননা- পেলেন ব্রহ্মপুত্রের কবি নীহার লিখন 
কবিতায় - বঙ্গবন্ধু সম্মাননা- পেলেন ব্রহ্মপুত্রের কবি নীহার লিখন 

কবি নীহার লিখন, বাংলা সাহিত্যে যিনি ব্রহ্মপুত্রের কবি বলে অভিহিত গত ১৮মে এ সম্মাননা লাভ করেন। খ্যাতনামা সাহিত্য পত্রিকা “লোক” এর উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ধ্রুপদী আয়োজন অনুষ্ঠিত হয়। কবি নীহার লিখনসহ, কবি মাসুদ পথিক, কবি আফরোজা সোমা ও কবি অতনু তিয়াস এ সম্মাননা লাভ করেন ।

এবং এ আয়োজনে “পোয়েট অফ বঙ্গবন্ধু” খেতাব ও সম্মাননা লাভ করেন, কবি নির্মলেন্দু গুণ । 


এ পাঁচ কবিকে সম্মাননা স্মারক, শংসাপত্র, উত্তরীয় ও সম্মাননার নগদ অর্থ প্রদানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন , কবি কামাল চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কবি নাসির আহমেদ , কবি অনিকেত শামীম, ছড়াকার আনজির লিটন, ও সাদ্দাম হোসেন প্রমুখ 



বলা বাহুল্য যে সাহিত্যে “লোক” পুরস্কার এক অনন্য উচ্চতা ও মর্যাদাবাহী কোনো পুরস্কার হিসেবেই যে বিবেচিত, এবং তা শুধু বাংলাদেশ কথা এপাড় বাংলাতেই সীমাবদ্ধ নয়, ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলাভাষাভাষী সকল জনপদেই বিশেষ মর্যাদার আসনে সমাদৃত ।

কবি নীহার লিখন, যিনি একাধারে একজন কথাসাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক, গীতিকার,সুরকার, ও কন্ঠশিল্পী, এ সম্মাননায় ভূষিত হয়েছেন, সাহিত্য বার্তার সাথে আলাপকালে তিনি এ সম্মাননা তাঁর জন্মভূমি শেরপুর সহ বৃহত্তর ময়মনসিংহকে উৎসর্গ করেন।

আপাদমস্তক এ কবি প্রজন্মের সেরা কবি হিসেবেই প্রকৃত পাঠক মহলে বিবেচিত ও সমাদৃত, ইতোমধ্যে গল্প ও কবিতা মিলিয়ে যার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১ ।

ব্রহ্মপুত্রের কবি নীহার লিখন, সাহিত্যবার্তা আপনার “ বঙ্গবন্ধু সম্মাননা” প্রাপ্তিতে আনন্দিত, আপনাকে অভিনন্দন !

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান