চূর্ণকবিতা - শামীম আজাদ
চূর্ণকবিতা - শামীম আজাদ
১.
স্মৃতি যেন এক গরম গালিব
পান করলেই গুন গুনানিতে
নির্জীব ন্যাতা থেকে হয়ে যাই
চনমনে, সুন্দর সজীব ।।
২.
স্বপ্নে দেখি,
মা এক সুন্দরী কিশোরী আর কি উজ্জ্বল
কিন্তু আমরা, ভাইবোন বা আব্বা নেই
অথচ সে মেয়েটি কী আশ্চর্য সুখী
আর হাসছে খলখল!
৩.
ধ্যানে উপগত হয়ে
খুব দেখতে ইচ্ছা করছিলো
যুবক পিতৃদেবকে।
পেছন থেকে মাথায় টোকা দিয়ে
পুত্র এসে বলে,
কি মা ডাকছো আমাকে ?
৪.
যে বাড়িগুলো ছেড়ে এসেছি
তার সব ঠিকঠাক মনে আছে-
ছাদগুলো, বৈঠকখানা, গোসলখানা এমনকি রান্নাঘরটা।
শুধু ভুলে গেছি প্রথম বাড়ি,
আমার মা’য়ের জরায়ুর ভেতরটা।।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.