প্রকাশিত হলো আবু সাঈদ তুলুর নতুন বই ঐতিহ্যায়ন
প্রকাশিত  হলো আবু সাঈদ তুলুর নতুন বই  ঐতিহ্যায়ন

স্বনামধন্য লিটলম্যাগ ‘লোক’ প্রতিবছরের মতো এবারও ১১-১২-১৩ ডিসেম্বর ৩দিন ব্যাপী আয়োজন করেছিল ‘লেখক-শিল্পী সম্মিলন-২০২৫’।

এমভি-৯ জাহাজে ঢাকা-মনপুরা-ঢাকা ভ্রমণে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০-এর অধিক লেখক শিল্পী অংশগ্রহণ করেন। উক্ত সম্মিলনে দ্বিতীয় ও তৃতীয় দিন ‘নদীপথে’ বইমেলা শিরোনামে বইমেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় ১২টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে।

লেখক-শিল্পী সম্মিলনের এ বইমেলায় মোড়ক উন্মোচন হয় আবু সাঈদ তুলুর নতুন বই ‘ঐতিহ্যায়ন’। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি আসাদ মান্নান, কথাসাহিত্যিক সেলিম মোরশেদ, বিশিষ্ট কবি নাসির আহমেদ, লোক সম্পাদক কবি অনিকেত শামীম, বিশিষ্ট কথাসাহিত্যিক পারভেজ হোসেনসহ এ সময়ের গুরুত্বপূর্ণ লেখকগণ।

প্রকাশ করেছে অয়ন পাবলিকেশন। প্রচ্ছদের চিত্র এঁকেছেন শিল্পী মাহদী হাসান। ১৯২ পৃষ্ঠার এ বইটির মূল্য রাখা হয়েছে ৫০০টাকা। গ্রন্থটির লেখক আবু সাঈদ তুলু একজন প্রতিশ্রুতিশীল গবেষক, কথাসাহিত্যক, নাট্য বিশ্লেষক ও শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বাংলার ইতিহাস-ঐতিহ্য-সাহিত্য-সংস্কৃতি নিয়ে নিরন্তর গবেষণা ও নানা আঙ্গিকে লেখালেখি করে আসছেন। আবু সাঈদ তুলু আবহমান বাংলার সাহিত্য-সংষ্কৃতিকে বৈশ্বিক মূল্যবোধের নান্দনিক জাগরণে অক্লান্ত পরিশ্রমী।

দেশি-বিদেশি নানা পত্রিকা-জার্নালে প্রকাশিত আবু সাঈদ তুলুর ঐতিহ্যভিত্তিক প্রবন্ধগুলোর মধ্য থেকে নির্বাচিত ১৫টি প্রবন্ধ নিয়ে এ ‘ঐতিহ্যায়ন’ গ্রন্থ। গ্রন্থটি সম্পর্কে আবু সাঈদ তুলু বলেন, ‘হাজার বছরের গৌরবান্বিত ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী হবার পরও ‘বাংলাদেশ’এর অধিকাংশ মানুষই ভিনদেশি রীতি-নীতির অন্ধ অনুকরণে ব্যাপ্ত।

দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ উপনিবেশের আগ্রাসনে এদেশের মানুষ হয়ে উঠেছে আত্মপরিচয়হীন এবং পরমুখাপেক্ষী। বর্হিবিশ্ব অনেক এগিয়ে গেলেও এদেশ এখনো নিম্ন-অনুন্নত। উন্নত করার প্রচেষ্টায় শুধু অর্থনৈতিক কাঠামোর দিকে মনোযোগ দিলে হবে না। তার চেয়েও বেশি প্রয়োজন ঐতিহ্যবাহী চেতনায় সাহিত্য-সাংস্কৃতিক মানস কাঠামোর বিকাশ।

এ গ্রন্থের প্রবন্ধগুলো বাংলার হাজার বছরের ইতিহাস-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবনে সাহায্য করবে।’


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান