ভেসে ওঠা আমার শৈশব ,ঘুমের মুকুরে কলি হেসে
বলে জয় বাংলা
আমার
প্রতিবাদের সুতীব্র কণ্ঠ জয় বাংলা
রৌদ্রের চিৎকার কিংবা বর্ষার মুখরিত গান
জয় বাংলা
বীরাঙ্গনার ছুটে আসা গাঢ় আর্তনাদেও
জয় বাংলা
স্বাধীনতার সুদীপ্ত চেতনায় জয় বাংলা
জয় বাংলা
জয় বাংলা
জয় বাংলা
পাক বাহিনীর চোখে চোখ রেখে কথা বলার নাম
জয় বাংলা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের কবিতার শিরোনাম জয় বাংলা ।
সহজ চলার ছন্দটা আজ বন্দি যেনো কণ্ঠস্বর
দেশের কথা বললেই বলে তুই দুসর
কোথায় আমার মুক্তসেনার দল
মায়ের আঁচল খামছে ধরেছে ভিনদেশি গাড়ল
সময় এসেছে এবার
আবার যুদ্ধে যাবার
চলরে চল
সমস্বরে জয় বাংলা বল ...
জনগণ ! বোকা জনগণ
তোমরা-তো বোকার হদ্দ
রাজনীতি খেয়ে নেশায় পড়ে আছো বুঁদ
অথচ চারিদিকে শুধু ক্যানবেসার
তোমাদের মোহগ্রস্থ মনে ওরা হাওয়ার মিটাই ওড়ায়
উজাইর কৈ মাছের মতো
এবার বৈশাখি গর্জনে ডাঙ্গায় উঠেছে ডাইনোসর
মুখে আগুন
অতএব সাবধানে তোমার মানচিত্র আগলে রেখো ..
ধুতরার ডালে ক্লোনবৃক্ষ তুমি ,গোলাপ !
যদিও হাসিটা ঠিক চেনা গোলাপের মতোই দৃশ্যমান
তোমার প্রশ্বাসে প্রশ্বাসে বিষিয়ে তুলেছো পরোটা বাগান
এই নির্বোধ বাগানের তুমিই একমাত্র বিশুদ্ধ স্বৈরাচার ...
যদি হেরে যাও তুমি
শামীম আহমদ
আমার প্রিয় মাতৃভূমি
যদি হেরে যাও তুমি , কী অবশিষ্ট থাকবে জানিনা
স্বাধীনতা সার্বভৌম নাকি আবার এক অনন্ত শৃঙ্খল ?
আমার ছায়া ,বাকরুদ্ধ কণ্ঠস্বর ,অবরুদ্ধ দৃষ্টি
কিছুই মেলাতে পারিনা আর
যখন দেখি অধর্ম আর মিথ্যাচার ধেয়ে আসছে -
কবরের মতো জন্মান্ধ অন্ধকার !
প্রবাহমান নদী বাঁক বদল করে আজ বালিয়াড়ীতে মুখ
গুঁজে কাঁদে ...
তুমি হেরে গেলে কী অবশিষ্ট থাকবে জানিনা
বিলের সেই লাজুক শালুক কি ফুল হয়ে হাসবে আবার
দিগন্ত ছুঁয়ে যাওয়া হিজলের সারি
সত্যি কি ছুটে যাবে অসীমের সাথে
আমার অন্তহীন আশাগুলো কাঙ্ক্ষিত পথে
সেও কি হারাবে দিশা দুরাশার চোরাগলিতে
আমার প্রিয় মাতৃভূমি,তুমি যদি হেরে যাও
তবে কি হারিয়ে যাবে সবুজের বুকে লাল সূর্য
হেমন্তের জামদানী আকাশের সেই কালপুরুষ বীর,
টুঙ্গিপাড়ার মাটি ফেটে অঙ্কুরির মহীরুহ
এই বদ্বীপের ভূমিপুত্র শেখ মুজিবুর ।
মাটির ইতিহাস । উৎসের গল্প হতে যতেষ্ট কাছাকাছি আমি ,
প্রকৃতির স্পন্দন ,কেবলই শব্দ নয় যেনো মৌলের নড়াচড়া ...
ছিলো পলিমাটির মোহাছন্ন ঘ্রাণ ;এই মহাবিশ্বের
ঠোঁট জিহ্বা ও দাঁত পত্তনেরও আগে
স্বরধ্বনি প্রথম এসেছিল কাছে নিঃশ্বাসের মতো
তারপর ব্যঞ্জনবর্ণ ,তারপর প্রকৃতির নির্মল প্রস্ফুটন ।
তবুও আমার মন তিক্ত ও অস্থির
ভাবনার মলাটে চন্দনের মতো রক্ত লাল আগুন !
আমি তুষারে ঢাকা গ্লেন গুলোর কথা ভাবি
জলাভূমি সহ কুয়াশায় মোড়ানো পাহাড়ের স্বপ্ন দেখি ,
যেখানে সন্ধ্যায় অন্ধকার হয়ে আসে চোখ
ভরে ওঠে নৈঃশব্দ্য অশ্রু ...
হৃদয় আমার ব্যথায় কাতর ,
আশাহীন বেদনা আর নিরর্থক তিরস্কারে ক্লান্ত
এক নামহীন পথিক।