'সপ্তবর্ণা' সাহিত্য পত্রের আয়োজনে কবি সমাবেশ অনুষ্ঠিত
'সপ্তবর্ণা' সাহিত্য পত্রের আয়োজনে কবি সমাবেশ অনুষ্ঠিত

ছবি- ফেসবুক থেকে ।

সাহিত্যের বর্ণিল সম্মিলন 'সপ্তবর্ণা' সাহিত্য পত্রের আয়োজনে কবি সমাবেশ গত ২১/০৬/২০১৯ তারিখে ময়মনসিংহ মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে অত্যন্ত নতুন কলেবরে অনুষ্ঠিত হয়েছে।


প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র জনাব ইকরামুল হক টিটু। উদ্বোধক ছিলেন, কবি,লেখক, গবেষক ড. সৈয়দ আজিজ, কবি,ছড়াকার ও বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি এম আর মঞ্জু
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত কবি সালেহ মওসুফ,আন্তর্জাতিক জলঙ্গী উৎসবের সভাপতি কবি,চিন্ময়ী বিশ্বাস,ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি ও আওয়ামীলীগের মহিলা সাংগঠনিক সম্পাদক,কবি আনোয়ারা সুলতানা আনু । বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি পুলক কান্তি ধর ও কবি লিপি শেঠ।


শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট্য কবি শামসুল ফয়েজ, কবি ও সম্পাদক সাব্বির রেজা,কবি সফিক সিংহী, কবি ইয়াজদানী কুরায়শী কাজল,কবি রাজিয়া সুলতানা, সাংবাদিক নিয়ামুল কবির সজল প্রমুখ।


মুখ্য আলোচনায় করেন গবেষক স্বপন ধর, কবি ও বহুমুখী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. এইচ এম গোলান্দাজ তারা কবি,লেখক সাংস্কৃতিকজন ডা.প্রদীপ কর,কবি ওয়ালীউল্লাহ্ আকন্দ ও কবি মুনশী শহীদ।

অালোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি লেখক ও সম্পাদক সপ্তবর্ণা সোমা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য নাট্যকার ও কবি শাহাদাৎ হোসেন খান হীলু,বিশিষ্ট কবি মাহমুদ আল মামুন, কবি এম বাহাদূর, সাংস্কৃতিকজন লায়ন আব্দুল মতিন,কবি শাহজাহান সাজু ,কবি তপন দত্ত, কবি সহিদ আমিনী রুমি,কবি হাবিবুর রহমান হাবিব, কবি তহুরা, কবি লাকি আক্তার সহ সঞ্চালনায় রিয়েল আব্দুল্লা ও মোজাম্মেল হক সহ ময়মনসিংহের সফল কবি, সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিগণ।হল রুমটি কানায় কানায় পূর্ণ হয়েও আঙিনায় ঠাঁই নিতে হয়েছিল অনেক গুণী সাহিত্যপ্রেমীদের।এই একটি অনুষ্ঠানের এত পাঠক-শ্রোতা সমাগমেই প্রমাণ করে ময়মনসিংহ সাহিত্য - সংস্কৃতির পুণ্যভূমি। অনুষ্ঠানটিতে ময়মনসিংহ গীতিকা এর মহুয়া, মলুয়া,চন্দ্রাবতীর এই স্বর্ণভূমির ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা থেকে শুরু করে সপ্তবর্ণা লিটলম্যাগের সার্থক সম্পাদক এবং কবি সমাবেশের আয়োজনকারী অদম্য পরিশ্রমী নারীটির সফলতা কথা আলোচনায় উঠে আসে।

সপ্তবর্ণা সাহিত্য পত্রিকাটি সাহিত্য সাধকদের অনাগত কাল পরিক্রমার এক উজ্জ্বল প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে এমন প্রত্যাশাই করেন সকলে।এমন আয়োজনকে ঘিরে ময়মনসিংহে নারী সম্পাদক হিসেবে প্রথম নজির স্থাপনকারী চমৎকার কৃতিত্বের পরিচয় দেখিয়েছেন।তার জন্য সকলেই তার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন ।

পরিশেষে নবীন- প্রবীণ কবিদের স্বরচিত কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সভাপতি কবি সপ্তবর্ণা সোমা সমাপ্তি ঘোষণা করেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান