অটবির কপালে ক্যামোফ্লাজ পালক - শামীম আহমদ
অটবির কপালে ক্যামোফ্লাজ পালক - শামীম আহমদ

কবি: শামীম আহমদ

 

আকাশের গহিন সরোবরে

দু একটি নীশাচর পাখির আনমনে ডুবসাঁতার,

জোছনায় আলোখেলা ,ওদের ক্লান্ত ক্যামোফ্লাজ

পালক মিশে থাকে অটবির কপাল জুড়ে

 

রাতের অবগুণ্ঠন খুলে,মুখ তুলে চায় শশিপ্রভা

বনলক্ষ্মীগণ স্নান করে ধবল পূর্ণিমাতে,

 অপরাহ্নেরবেলা শেষে যখন জোছনায় ভেসে যায় প্রকৃতি

আহ্ কী নৈসর্গিক সৌন্দর্য, আগন্তুকের চোখ -

হারিয়ে যায় ,কল্পনার নিঃশব্দ নিঃসঙ্গতায়,

সঙ্গি কেবলই অপরূপ সুন্দরের এক সুন্দরতম

স্রষ্টার শৈল্পিক কারূকাজ বনলক্ষ্মীগণ ,

এ যেনো দক্ষ চিত্রশিল্পীর তুলিতে আঁকা

জীবন্ত এক ক্যানভাসে সুন্দরর্যের লীলাভূমি



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান