অমৃতা চট্টোপাধ্যায়ের দুটি কবিতা
অমৃতা চট্টোপাধ্যায়ের দুটি কবিতা
টেবিল

টেবিলটা অনেক যত্নে বানিয়েছি
কুমুদ জানিস, সেগুন কাঠের তৈরি।


ইচ্ছে করেই একেবারে অনিয়ম করলাম
না চৌকো, না গোল
ঠিক শেপটা কেমন
তাতেও বেশ মাথা ঘামাতে হয়
অনেকেই এমন উদ্ভট টেবিল
দেখে মজা করছে,
কেউ কেউ তো দোয়েলের মতো শিস দিচ্ছে রে!
কিন্তু এত দিন পর আমিও ভাবছি
এমন উদ্ভট টেবিল আমিই বা কেন বানালাম!

গ্রিন লেনের গল্প


এক পা দু'পা যেতে যেতেই
কিনু গোয়ালার গলি
গ্রিন লেন নীলচে ফ্ল্যাট
বেশ কিছু বছর ভাড়া বাড়িটায় আছি
মাঝে মাঝে অবশ্য বাড়িওয়ালা উঠে যাবার কথা বলছে
এই তো কিছু বছর এলাম
এখনই এই ঘর, গ্রিন লেন ছেড়ে যেতে ইচ্ছে করে বল!
তোর কথা মনে পড়ে
ও ভাল কথা, এখানে
আরশোলা মশা প্রকৃতির আরো সব প্রাণীর বেশ যাতায়াত
ওই নীলচে বাড়িটার অনর্থক শাড়ি জামা খসে পড়া
কিছু দিন বন্ধ, এমন হাবভাব যেন
আমিই এ সব পছন্দ করি না!
কুমুদ তোর কথা মনে পড়ে
ফিরব
তোকে ছাড়া কেমন করে ফিরি!



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান