আজ সানিয়া রমার প্রথম একক সঙ্গীতানুষ্ঠান
আজ সানিয়া রমার প্রথম একক সঙ্গীতানুষ্ঠান

ছবি : সানিয়া রমা



সাহিত্যবার্তা নিজস্ব : এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী সানিয়া রমাসঙ্গীতের উদীয়মান তারকা তারুন্যে উচ্ছল কণ্ঠশিল্পী সানিয়া রমার বেড়ে ওঠার গল্পটা বেশ মজার যখন মাত্র হাঁটি হাঁটি পা পা করতো সেই ছোটবেলা থেকেই গানের সাথে তাঁর সখ্য হারমোনিয়ামের বোল ঠিকমতো নাগাল না পেলেও গানের সুরে ঠিকই মুগ্ধ করতো চারপাশের সবাইকেপৈত্রিক বাড়ী নোয়াখালী হলেও বাবার কর্মস্থলের সুবাদে জন্ম ও বেড়ে ওঠা বাগেরহাট মংলায়ছোটবেলা থেকেই গান নিয়ে তার মধ্যে একধরনের দস্যুপনা ছিল আর তা হল আশেপাশের এলাকায় বা কোথাও কোনও গানের অনুষ্ঠান হবে শুনলেই যে করে হোক সেখানে তাঁর যেতে হবেই হবেএরকম কতবার যে পালিয়ে গান শুনতে গিয়ে বাবা মায়ের বকুনি খেতে হয়েছে তার কোন ইয়ত্তা নেই

ছোটবেলা থেকেই সে কখনো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাইতো নাসবসময়ই সে শিল্পী হতে চাইতোআর এই বেলায় এসে হয়েছেও তাদিনরাত এখন গান নিয়েই তার সকল ব্যস্ততাসঙ্গীতে তার প্রথম হাতেখড়ি বাবা সুরঞ্জন হালদারের কাছে,কারন তার বাবাও যে একজন গানের মানুষ ছিলেনআর অন্যদিকে মমতাময়ী মা অঞ্জলি হালদার তো সবসময়ই তাকে অনুপ্রেরণা দেয়, আগলে রাখে

সংগীতকে আরও নিবিড়ভাবে রপ্ত করতে তালিম নিয়েছেন ওস্তাদ মহান্দ বিশ্বাসের কাছেসেইসাথে এখন ক্ল্যাসিক্যাল গানে দীক্ষা নিচ্ছেন বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ সঞ্জীব দের নিকটএ পর্যন্ত সানিয়ার দুটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে

তাঁর প্রথম অডিও একক অ্যালবাম ডাগুর ডুগর চাহনি প্রকাশিত হয়েছে বছর তিনেক আগে লেজার ভিসনের ব্যানারে এরপর তার দ্বিতীয় একক এ্যালবাম মাটির গান একই ব্যানারে বাজারে আসেসম্পূর্ণ লোকধারার সাতটি গানে সাজানো এই অ্যালবামে যুক্ত করা হয়েছে রাধারমণ দত্ত, আব্দুর রহমান বয়াতি, বিজু ভূষণ, সোহেল রাজ এবং সানিয়ার নিজের লেখা ও সুর করা একটি গানসুকণ্ঠী গায়িকা সানিয়া রমা শুধু যে গানেই পারদর্শী তা নয় একইসাথে গান লেখা ও সুর করায়ও বেশ দক্ষতা আছে তারপাশাপাশি যুক্ত আছেন শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন এর সাথেএ পর্যন্ত তার প্রায় পনেরোটিরও বেশি মিউজিক ভিডিও ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে

এছাড়াও বিভিন্ন মঞ্চ ও টেলিভিশনে ইদানিং বেশ ব্যস্ত সময় পার করছেন মিষ্টি চেহারার চমৎকার সুরেলা শিল্পী সানিয়া রমাঅন্যদিকে নতুন একটি এ্যালবামের কাজ শুরু করেছেন বলে তিনি জানান, দেশের গুনী সঙ্গীত ব্যক্তিত্ব গীতিকবি শহিদুল্লাহ ফরায়জির একটি গানের কাজও শেষ করেছেন ইতিমধ্যএছাড়া বর্তমানে কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাথে একটি গানের কাজ চলছে তার

আগামীতে আরও ভালো কিছু গান নিয়ে শ্রোতাদের মাঝে আসতে পারবেন বলে শিল্পী আশাবাদী সংগীতশিল্পী সানিয়া রমা

আজকের সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতা ও তার ভক্তদের প্রায় সব ধরনের গানই উপহার দেবেন তিনিতাঁর প্রতি রইলো নিরন্তর শুভকামনা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান