আনোয়ার কামাল এর গুচ্ছ কবিতা
আনোয়ার কামাল  এর গুচ্ছ কবিতা
অণুকবিতা


তোমার অযত্নে ফেলে রাখা

কিছু ধ্বনি আমি কুড়িয়ে রাখি

তুমি যেখানে ফুলের তোড়া রেখে গেছ

আমি সেখানে দাঁড়িয়ে থাকি

 

২.

আমার দিন-রাত কাটে কবিতায়

আমার পথচলা দীর্ঘ থেকে দীর্ঘ হয়

শীত-বসন্তে আমি কুড়িয়ে ফিরি

ঝরা পাতায় খুঁজে দেখি তুমিময়

 

৩.

এই বুঝি বসন্ত দুয়ারে আজ

আমি ফেলে রাখি যাবতীয় কাজ

 

৪.

মেলা আসে হরেক মেলা

আমার প্রিয় বইমেলা

 

৫.

প্রতিটি কথায় যেন গুরুত্বপূর্ণ

শূন্য থেকে শূন্য হয়েছে অনেক পূর্ণ

 

নৌকার গলুইয়ে শ্যাওলার ঘ্রাণ


 

আমি একবার বারবার ফিরে যেতে চাই

ফেলে আসা এঁটেল মাটির ঘ্রাণে-

জামরুল, সপেটা, কতবেল আর সুপারির

সারি সারি বাগানের অবারিত মায়াময় প্রেমে

 

নদীর ধারে মাছ ধরার ছলে কাদামেখে গড়াগড়ি করি

ও আমার প্রাণের বন্ধু তোমাকেই বড় বেশি মনে পড়ে

তোমাতেই ফিরে যাই বারংবার শ্যাওলামাখা নৌকার গলুইয়ে

খুব ভোরে তাল কুড়ানোর ছলে কিম্বা বৈচি ফলের আমন্ত্রণে

 

আমি একবার বারবার ফিরে যেতে চাই-

প্রেয়সীর না বলা কথামালার সোনালি ইথারে

 

কৈশোর


 

কথা ছিল রোদেলা সকালের কাঁচা-মিঠে আমেজে তুমি বকুল ফুল হাতে নিয়ে আসবেআমি একাকী নীরবে দাঁড়িয়ে থাকবোআম বাগানে আম কুড়ানোর ছলে, আমরা দুজন মিলিত হবোনদীর তিরতিরে ঢেউ রোদের পরশ পেয়ে চিক্ চিক্ করে উঠবেসেই সাথে খরস্রেআত ঠেলে ঝাঁক ঝাঁক মা ইলিশ ছুটে আসবে

আমাদের কথা তো এমনি ছিলনা বলা জমানো কথামালা রঙিন খামে মুড়ে পাঠাবে


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান