আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন গীতাঞ্জলি শ্রী
আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন গীতাঞ্জলি শ্রী

তিনি ও তার বইটির ইংরেজি অনুবাদক ডেইজি রকওয়েল

দিল্লি নিবাসী লেখিকা গীতাঞ্জলি শ্রী-র হিন্দি উপন্যাস 'টম্ব অফ স্যান্ড' কোনও ভারতীয় ভাষায় প্রথম উপন্যাস হিসেবে "আন্তর্জাতিক বুকার পুরস্কার" জিতলো।

বৃহস্পতিবার লন্ডনে একটি অনুষ্ঠানে গীতাঞ্জলীর হাতে এই পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার পাউন্ড ও সুদৃশ্য একটি পদক তুলে দেওয়া হয়েছে। গীতাঞ্জলী যে হিন্দি উপন্যাসটি লেখেন সেটির নাম 'রেত সমাধি'।

বইটির ইংরেজি অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল।পুরস্কার গ্রহণ করার পর গীতাঞ্জলি শ্রী বলেছেন যে তিনি কখনই বুকারের স্বপ্ন দেখা তো দূরের কথা তার ভাবনারও অতীত ছিল এই পুরস্কার পাওয়ার। এই বিশাল স্বীকৃতিতে তিনি বিস্মিত, আনন্দিত, সম্মানিত এবং বিনীত।

হিন্দি কথাসাহিত্যের এই প্রথম বুকার স্বীকৃতির বিষয়ে চৌষট্টি বছর বয়সি লেখিকা তার অনুভূতি সম্পর্কে বলেছেন "এটা ভাল লাগছে। কিন্তু আমার এবং এই বইটির পিছনে রয়েছে হিন্দি এবং অন্যান্য দক্ষিণ এশীয় ভাষায় একটি সমৃদ্ধ এবং বিকাশমান সাহিত্য ঐতিহ্য। বিশ্বসাহিত্য এই ভাষার সেরা লেখকদের সম্পর্কে জানার জন্য আরও সমৃদ্ধ হবে। এতে শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে।"৮০ বছরের এক বৃদ্ধার গল্প রয়েছে ‘রেত সমাধি’ উপন্যাসটি। স্বামীর মৃত্যুর পর পাকিস্তানে পাড়ি দিয়েছেন সেই বৃদ্ধা।

দেশভাগ দেখেছিলেন তিনি। সেই সময়ের ক্ষতগুলিই যেন ফের ছুঁয়ে দেখতে চান বৃদ্ধা। একজন মেয়ের ভূমিকায়, মায়ের ভূমিকায়, এক নারীর ভূমিকায়, কিংবা এক নারীবাদীর ভূমিকায় ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সেই সময়ের মূল্যায়ন করতে চেয়েছেন তিনি।


# তথ্যসূত্র ও ছবি নেট থেকে সংগৃহীত।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান