আন্তর্জাতিক রবীন্দ্র পুরস্কার পাচ্ছে ছায়ানট
আন্তর্জাতিক রবীন্দ্র পুরস্কার পাচ্ছে ছায়ানট

সংস্কৃতির বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভারতের ‘আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা টেগোর অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি জুরি বোর্ড ২০১৫ সালের জন্য ঐতিহ্যবাহী এ সংগঠনটিকে নির্বাচিত করে।

‘আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা টেগোর অ্যাওয়ার্ড’ হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে চালু করা একটি বিখ্যাত সম্মাননা। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার ২০১১ সালে পুরস্কারটির প্রবর্তন করে। পরে ২০১২ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেতার শিল্পী রবিশংকরকে দিয়ে এ পুরস্কার শুরু করেন। যার অর্থমূল্য এক কোটি রুপি।

এদিকে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানটের রয়েছে রবীন্দ্রচর্চাসহ নানা সাংস্কৃতিক কাজের গৌরবময় ঐতিহ্য। সেইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছায়ানট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান