আবদুল হাসিব এর তিনটি কবিতা
আবদুল হাসিব এর তিনটি কবিতা
আমার চোখে যে স্বাধীনতা জ্বলে

আমার চোখে যে স্বাধীনতা জ্বলে
সে স্বাধীনতা আমার সহযোদ্ধা আবীরের
বুকের উষ্ণ রক্তে রঞ্জিত
সবুজ ঘাসের আগুন শরীর।

আমার চোখে যে স্বাধীনতা জ্বলে
সে স্বাধীনতা যুদ্ধে যাবার অপরাধে
আমার সাত বছরের শিশুর
ব্যায়নেটবিদ্ধ আড়ষ্ট শরীর।
আমার চোখে যে স্বাধীনতা জ্বলে
সে স্বাধীনতা আমার প্রিয়তমা স্ত্রী'র
পাশবিক অত্যাচারের শিকার
ধূলায় লুন্ঠিত বিবস্ত্র শরীর।

আমার চোখে যে স্বাধীনতা জ্বলে
সে স্বাধীনতা আমার বাবা'র ভিটায়
একমাত্র মাথা গোজাবার ঠাই
আটচালা ঘরের ভস্মীভূত ছাই।

সেন্ট-ল্যোরেন্ট নদীর তীর থেকে, লঙ্গিল, মন্ট্রিয়ল, কানাডা

প্রাত্যহিক প্রতীক্ষা

সেই যে কবে গেলো মা-গো তোমায় আমায় ছাড়ি,
কতোদিন হয় মেজো ভাইটি কেন আসে না বাড়ি !
এখন তো মা দেশটা স্বাধীন মুক্তিযুদ্ধ নাই,
এতো দেরী হয় কেন মা ফিরতে আমার ভাই !
জানো মা ! যখন আমি ভাইয়ের ঘরে যাই,
তারই পায়ের চেনা শব্দ সহসা শুনতে পাই !
শূণ্য ঘরে রুদ্ধশ্বাস বুকে কষ্ট লাগে,
সেই মুহূর্তে দেখতে ভাইকে প্রবল ইচ্ছা জাগে ।
বলো না মা, ভাইয়া আমার আসবে কবে ঘরে,
আনন্দেরই ফল্গুধারায় কখন দেবে ভরে !
চুপটি করে মুখটি কেন ফিরিয়ে নেও মা তুমি,
এমন করে কতোদিন আর একা থাকবো আমি !

সেন্ট-ল্যোরেন্ট নদীর তীর থেকে, লঙ্গিল, মন্ট্রিয়ল, কানাডা

স্বপ্নিল দুটো চোখ

( তার চোখ দেখে যৌবনের প্রারম্ভে লেখা, ৮ নভেম্বর ১৯৮৩ ইংরেজি )

তোমার স্বপ্নিল দুটো চোখ
অন্তরীক্ষের নীলাভ নিঃসীম নৈঃশব্দ্যের মতোন
কারে যেন অষ্টপ্রহর খোঁজেই বেড়ায় নিমগ্ন মনে,
কখনো দেখি বৈশাখী মেঘের গর্জন
কখনো বা পৌষের শিশির ভেজা দূর্বাদলের মতোন
কেবলই জ্বল জ্বল ছল ছল।
ও গো আনমনা বালিকা তুমি নিজে বুঝো না,
অথচ তোমার দুটো প্রেমাসিক্ত চোখে সাজানো রয়েছে
যুগান্তরের পুঞ্জিভূত কথকতার নিমগ্ন কাহিনী,
আছে লাইলী-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েট সংলাপ
আছে রাধা-কৃষ্ণের সকরুণ বিলাপ,
আছে মধুময় মিলনের কাদম্বরী আবেশ।
তোমার ডাগর কালো দুটো চোখ
প্রকৃতিগতই অনিন্দ্য সুন্দর,
ভুরুতে নেই ধারালো ব্লেডের নির্মম অত্যাচার,
ভালবাসার ঝর্ণা যেখানে নির্ঝরিত নিরন্তর
তৃষার্ত প্রাণের প্রশান্তি সেখানে শান্ত স্থীর।
প্রেয়সী আমার,-
যেখানে আছে কেবল সত্যের শ্লোগান
আছে নির্মল ভালোবাসার প্রাণময় সুশীতল ছায়া
আমি তোমার সেই দুটো চোখে প্রশ্রয় চাই,
আমাকে প্রশ্রয় দাও, প্রশ্রয় দাও নীড়ের ওমের মতোন।

সেন্ট-ল্যোরেন্ট নদীর তীর থেকে, লঙ্গিল, মন্ট্রিয়ল, কানাডা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান