আবু হাসান শাহরিয়ারের কবিতা
আবু হাসান শাহরিয়ারের কবিতা

নিসর্গরণন

মানুষ ছাড়া আর কোনও প্রাণী বানানো কথা বলেনা
বানানো বাক্যরা ফোটে কবিতার বানানো উদ্যানে
বানানো কথারা ফোটে তোমাদের আলাপে আড্ডায়
কবিতা পড়ি না আমি জীবনের গল্পগুলো পড়ি
কবিতা পড়ি না আমি পাখীদের ডানাগুলো পড়ি
একজন রিকশাঅলা আমাকে বলেছিল- সে চাষার ছেলে
রাজার ছেলেরা থাকে ইতিহাসে প্রাসাদে প্রাসাদে চাষার ছেলেরা থাকে মাঠে মাঠে; দিগন্তের হাটে
সে এক চাষার ছেলে; ভূমিহীন; শহরে এসেছে
মাথায় মাথাল নেই; চাষার মুকুটহারা ছেলে

আমাদের বাড়ির আঙিনায় একটা জামগাছ ছিল

আমার সকল পাঠ গাছের হরিৎ থেকে নেওয়া আমার সকল কথা গাছের পাতারা বলে গেছে আমার সকল ছবি পাখীদের ক্যামেরায় তোলা আমার সকল ভাষা গাছের শিকড়ে লেখা আছে

আমার কাছে কোনও নতুন কথা নেই; সবই নিসর্গ থেকে নেওয়া


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান