আর্জেন্টিনা বইমেলায় অংশ নিতে চাইলে
আর্জেন্টিনা বইমেলায় অংশ নিতে চাইলে

ফুটবল তারকা ম্যারাডোনার দেশ আর্জেন্টিনায় শুরু হতে যাচ্ছে জমজমাট বইমেলা। আগামী এপ্রিল মাসে
ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় এ মেলায় ম্যারাডোনা-মেসিদের নিয়ে থাকছে ডজন খানেক নতুন বই। ৪৫ বছরের পুরনো এ বইমেলায় এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ।

জানা যায়, আর্জেন্টিনায় নিবন্ধিত প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এবিসিসিআই) প্রথমবারের মতো একটি প্যাভিলিয়ন নিয়েছেন। তারা বাংলাদেশের কবি-লেখকদের বই বিনামূল্যে প্রদর্শন করবেন বলে জানান এবিসিসিআইয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওমর আলী।

তিনি বলেন, ‘চেম্বারের প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য গল্প-উপন্যাস, রম্য রচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মজীবনী, ছড়ার বই, ঈদ সংখ্যা, লিটল ম্যাগাজিন, গবেষণাকর্ম, ভাষা শিক্ষা, রান্নার বই, হেলথ টিপস, ইমিগ্রেশনসহ সব ধরনের বই, বইয়ের সিডি, পর্যটনের সিডি, শিশুদের গেইমের সিডি পাঠানো যাবে।’

এ বইমেলায় প্রতি বছর ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ২৩ এপ্রিল থেকে ২০ দিনব্যাপী বইমেলায় প্রথম তিন দিনের সেমিনারে বিভিন্ন দেশ থেকে ১২ হাজারেরও বেশি কবি, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, আবৃত্তিশিল্পী, ছড়াকার, কার্টুনিস্ট, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন।

ওমর আলী জানান, এবিসিসিআইয়ের প্রতিনিধিরা বর্তমানে ঢাকা সফর করছেন। বই বা সিডি পাঠাতে আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৩৫৬, ডিআইটি রোড, ৩য় তলা, পূর্ব রামপুরা, ঢাকায় যোগাযোগ (মোবাইল: ০১৭১২৪৭৯৮২৪) করতে পারেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান