
তাবিজ
বিনে সুতায় বুনানো ফ্রেমের
মাধুলী খুলে দেখ
ছোট্ট ঘরে বুকের উপর
যত্ন করে রাখা
প্রত্ন অক্ষরে - সেই কবের
লোহার শাড়ীতে মোড়া
’ভালোবাসার নাম’
- প্রথম চিঠির
বর্তমান পুরাণ
এই এপিটাফে ফুল দেয়ারও কেউ নাই
জীবন জেনেছিল জোড়া শালিক
মুহুর্তে মুচড়ে ওঠা প্রাণ
ভুলে গেছে নাগরিক রাধা
কীটের খাদ্য হয়ে কৃষ্ণ’র জীর্ণ কবর
গর্ভবতী চাঁদ মঞ্চের আলো হয়ে জ্বলে
করোটিতে মিছিল করে কীট - লেফট রাইট, লেফট রাইট
ইতিহাস তুমি নতুন করে লিখ
লখিন্দরকে বাঁচাতে এযুগে বেহুলা আসে না
আর এইসব মৃত তারাদের গায়ে লেগে থাকে মানুষের কংকাল
রিফ্রেস - নিউফোল্ডার – রিলোড
সবুজ কষ্ট
কষ্টের দামে কিনছো সুখ
চোখে মুখে রাতের নখের দাগ এখনও সবুজ
আগুনের ভয় দেখাও ?
বুকে মুত্যু নিয়ে ফেরারী ।
সস্তা প্রেমের রমরমা
ব্লটুথের সহজ চলাচল
খবর জানি নিত্য পণ্যের বাজার চড়া
অভিমানে তাই যমুনায় জাগে চর ।
ক্ষয়
সব পাপ কেন আমার কাছে শেষ হয় ......
ব্যথা ও রক্ত গিলে গিলে
তিন রাত নির্বাক
ধোঁয়ার ঘূর্ণি ঘেঁষে ঘেঁষে
দেয়ালের চুনকাম খসে গেছে
কতদিন অনাদরে
এলোমেলো চাদর
দুইটি কুসন সৌরভ নিয়ে মাতাল
পায়ের তলায় পায়ের তলায়
শুধু কনক্রীট, শুধু কনক্রীট
উর্বর প্রশ্রয়ে ঝুলের বাস
সমস্ত রূপকথা উল্টে
মৃৎমিতার মূর্ছনায়
সব পূজা শেষ হয় আমার কাছে ... ..
এক ঘরের দুই ফুল
উপরে হাসি ভিতরে কাঁদি
কংক্রিটের ভিতর শুধু মাটি
কে নিবে খবর যখন একলা ফুটি
আর সব ঘরে ফিরে ক্লান্ত শরীরে
সারাদিন অর্থ কিনে আর স্বপ্ন ফুরায়
ব্যস্ত চলায় ফ্লাস্কব্যাক
কোন এক কালে ছিল অফুরন্ত পথ
হেটে হেটে জুড়াতো প্রাণের তাপ
উপরে হাসি ভিতরে কাঁদি
মুচড়ে দলায় প্রাণের সজীব
- একান্তে থাকা একা মানুষটি
আর জনস্রোতে মেশা ব্যস্ত মানুষটি