আল্লামা ইকবাল - মালেকা ফেরদৌস
আল্লামা ইকবাল - মালেকা ফেরদৌস
আল্লামা ইকবাল

কয়েক শতাব্দী পাড়ি দিয়ে পৃথিবীর উদ্যানে
তোমার মত গানের পাখিরা আসে দু'একটি,
তোমার হৃদয়ের গুঞ্জরিত আহব্বান
মোমিনের শোণিতে খেলা করে ঈমানের ঢেউ,
তোমার গজলের সুমিষ্ট ঘ্রাণ আমাকে বিহব্বল করে
দেশ, কাল, পাত্রের সব ব্যবধান ঘুচে যায়,-
হৃদয়ের নিভৃতে যেখানে প্রভুর আসন
বিস্ময়ে দেখি তুমি নত হয়ে আছ-
প্রেমের আবিরে সিক্ত তোমার দু'চোখ,
পুষ্পময় তোমার হৃদয় ,আসমান অবধি বিশ্বাস,
তবে কি তোমার সব কিছুই সৌন্দর্যের
জারকে ভিজিয়ে সৃষ্টি করেছেন প্রভু?
তোমার প্রতিটি শব্দের ভেতর অনুপম শব্দের খেলা
কথার ভেতর প্রেম আর ঈমানের উন্মিলিত ধ্বনির প্রোটন।
তোমার কবিতা সেতো আত্মার খোরাক-
মানবিক আওয়াজের অনুপম আনবিক ফুলের সুবাস
পৃথিবীর মানচিত্রের মতই বিশাল তোমার হৃদয়
তোমার চোখ যেন কল্লোলিনী নদী
শস্যভরা মাঠ- অবিশ্রাম সমুদ্রের তরঙ্গের মতই তোমার স্বপ্ন,
অন্ধকার উপমহাদেশে তুমি ছিলে আমাদের আশার গর্জন আর
লক্ষ কোটি মানুষের তরঙ্গের ভেতর বুনেছিলে স্বপ্নের বীজ
তোমার এই বিশাল স্বপ্নকে কোথায় ধরে রাখবো আমরা?
আমরাতো অনেক আগেই সংকীর্ণ নদী হয়ে গেছি-
আত্মার মৃত্যু ঘটেছে আমাদের,
তবুও সুদূর বাংলা থেকে তোমার জন্য-
অতি সাধারন এক কবির সালাম।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান