আসছে যুগলবন্দীর স্বদেশের গান
আসছে যুগলবন্দীর স্বদেশের গান

শুদ্ধ সংগীত আমাদের জীবনের সাথে মিশে আছে। যুগলবন্দী সাংস্কৃতিক সংগঠনটি বরাবরই শুদ্ধ সংগীতের বিকাশে কাজ করে আসছে।

যুগলবন্দীর যাত্রা শুরু হয় নিয়মিত বৈঠকী গান, কবিতা ও সাংস্কৃতিক আড্ডা দিয়ে। তারপর ধীরে ধীরে এটি স্বনামধন্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়। খুব স্বল্প সময়ে যুগলবন্দী সবার মনে স্থান করে নেয়।

যুগলবন্দী মনে করে শুদ্ধ সংগীত অনুশীলন, আবৃত্তি উপস্থাপন, নৃত্য পরিবেশনা, অভিনয় শিল্প মানুষের সুকুমার বৃত্তিগুলো জাগিয়ে তোলে ও বিকোশিত করে নিজেকে। সেই সাথে দর্শক শ্রোতাও সম্বৃদ্ধ হয়। আমাদের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে সম্প্রতি টুয়েলভ নোটস স্টুডিওর সহযোগিতায় যুগলবন্দী আয়োজন করছে একটি মৌলিক দেশের গানের অ্যালবাম। অ্যালবামটি যুগলবন্দী ও টুয়েলভ নোটস –এর ইউটিউব চ্যানেলে ১৬ ডিসেম্বর ২০২১ প্রকাশ হবার কথা রয়েছে।

এখানে সবগুলো দেশের গানই মৌলিক। যুগলবন্দী আশা করে আমাদের তরুণ ও প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পীদের কন্ঠে এই অ্যালবামের দেশের গানগুলো বাংলা গানের ভান্ডারকে আরো সম্বৃদ্ধ করবে। অ্যালবামটিতে যে সকল গান থাকছে তার মধ্যে অন্যতম শিরোনামগুলো হলো: এই সোনালী আলোর দেশে, পাইনা খুঁজে বাংলা মাকে, স্বপ্নে আঁকা স্মৃতি ঘেরা সবুজ শ্যামল ছায়, আমার গ্রামের মেঠো পথে সবুজের মিতালী, শোন এক একাত্তরের কথা, আমি বাংলাদেশ, জন্ম আমার বাংলা মাগো।

অ্যালবামের শিল্পীবৃন্দ হলেন: আফরোজা সুলতানা রুবি, লিপি রানী, আনোয়ার সিরাজী, শাহীন এস.বি, সুপ্তি তৌহিদ, সাবিহা শিপু, পাপিয়া রায়, মায়িশা ফাহমিদা এষা, সানজিদা রফি রিনি, তিথী মন্ডল, সুমন মুহাম্মদ হাফিজ প্রমূখ।

সবগুলো গানের সংগীত আয়োজন করছেন প্রজন্মের সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার তমাল হাসান। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন যুগলবন্দীর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিনয় সরকার। এ ছাড়াও অ্যালবামটির কারিগরি সহযোগিতা করছে টুয়েলভ নোটস্ স্টুডিও।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান