আসুক ঝড় - কাজী রোজী
আসুক ঝড় - কাজী রোজী

কবি : কাজী রোজী


 

উঠোন নিকোনো হয় ঝড় থেমে গেলে

তুমি আমি কাছাকাছি ঝড় বেড়ে গেলে

 

নির্বাক করে দেয় শব্দের ঝড়

দিগন্ত কাছে টানে হৃদয়ের ঘর

 

সাগর তুমুল ভেঙে ঠিকানা রাখে

আশা-নিরাশার ঢেউ স্রোতের বাঁকে

 

চৈত্রের শেষ রং তীব্র ঝড়ের

বোশেখের আলো গান ধল পহরের

 

জোড়া বুক হাসি মুখ অসীম সকাল

জ্যোৎস্না ভরাক যতো অমানিশা ফাল

 

উঠোন নিকোনো হবে ঝড় থেমে গেলে

তুমি আমি রয়ে যাবো ঝড় বয়ে গেলে

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান