ইকবাল জালালী এর কবিতা
ইকবাল জালালী  এর কবিতা
আমি আত্মহত্যা করবো

যদি আরেকবার দিবালোকে রাস্তায় খুনিরা
রক্ত নিয়ে নৃত্য করে,
আমি আত্মহত্যা করবো।
কিছু কুৎসিত বিবেকের প্রাণ দাঁড়িয়ে থাকে
হত্যার উল্লাসমঞ্চের তামাশা উপভোগ করতে
করতে তারা অন্ধ হয়ে যায়,বধির হয়ে যায়।
একটি চিৎকার তাদের কানে পৌছেনা
শুধু তারা পৌছিয়ে দেয় সারা বাংলায়
হত্যা,নগ্নতার কিছু চলমান চিত্র।

যদি এ দেশ,সমাজ তাদের বুকে টেনে নেয়
যদি কোন দেশ সীমান্ত খুলে দেয় তাদের জন্য
যদি তাদের পক্ষে কোন আইনজীবী লড়ে
যদি এই বিচারালয় তাদের জামিন দেয়
যদি তাদের প্রাণদণ্ড দিতে জল্লাদের হাত কেঁপে উঠে
যদি কোন ডাক্তার ময়নাতদন্তের জন্য প্রস্তুত থাকে
যদি কোন গোরস্তান তাদের গ্রহণ করে
যদি কোন পত্রিকা তাদের পক্ষে লিখে
তাহলে আমি আবারো আত্মহত্যা করবো।
আমার আত্মহত্যা খুনীর প্রতি সহনশীল
এই রাষ্ট্রযন্ত্রের প্রতি ঘৃণার মতো।
আমার আত্মহত্যা সেসব মাতা-পিতার প্রতি ঘৃণা
যারা একদিনের  সন্তানকে রেখে যায় ডাস্টবিনে
কিন্তু নিজেকে বাবা-মা ঘোষণা করতে পারেনা
তারপর তারা মিলে যায় আমাদের সমাজ সংসারে।
তুমি আমার ভাই হয়ে তাকে যদি গ্রহণ করো
তাহলে তুমি আমার ভাই না।
এ দেশ আমার মা হয়ে যদি তাকে সন্তান বলে
তাহলে এ দেশ আমার না।
আমি আমার,আমি স্বঘোষিত আত্মহত্যাকারী তোমাদের প্রতি ঘৃণার বমি ঢেলে দিলাম।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.