ইসলামপুরে সাদা কালো গল্পের পাঠ উন্মোচন
ইসলামপুরে সাদা কালো গল্পের পাঠ উন্মোচন

জামালপুরের ইসলামপুরে নাট্য নির্মাতা সৈয়দ মাসুদ রাজা’র সাদা কালো গল্পের পাঠ উন্মোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাসান কালচারাল একাডেমীর আয়োজনে রাসান কালচারাল একাডেমী সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহছানুল মামুন।

শিক্ষক,কবি,নাট্যকার এমএসআই সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে গল্পটি পাঠ করেন কবি অমূল্য রতন পাল। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিশিষ্ট সাহিত্যানুরাগী সৈয়দ মামুনুর রশিদ মিন্টু,শিক্ষক ও কবি অরুন ভাস্কর, জাকিরুল হক মিন্টু, কবি আজিজুর আহম্মেদ, আশরাফ রহমান খান প্রমূখ।

এছাড়া পাঠ উন্মোচন অনুষ্ঠানে শিক্ষক আবুল কাসেম, সহ কবি, সাহিত্যিক, নাট্যকার,গীতিকার, গল্পকার সহ সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চ্যানেল এটিএন বাংলায় নাট্যকার সৈয়দ মাসুদ রাজাকে গল্পকারে অবদান রাখায় বক্তারা তার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান