উত্তরায় "যুগলবন্দী" সাংস্কৃতিক সংগঠন আয়োজিত নিয়মিত বৈঠকী গান ও আড্ডার অষ্টম আসর।
উত্তরায় "যুগলবন্দী" সাংস্কৃতিক সংগঠন আয়োজিত নিয়মিত বৈঠকী গান ও আড্ডার অষ্টম আসর।

সাহিত্য বার্তা: ৩০ নভেম্বর ২০১৮ হয়ে গেল ঢাকা মহানগরীর উত্তরায় "যুগলবন্দী" সাংস্কৃতিক সংগঠন আয়োজিত নিয়মিত বৈঠকী গান ও আড্ডার অষ্টম আসর।

কিছু নির্দিষ্ট রাগের আলাপ ও বন্দিশ এবং সেই রাগ আধারিত বাংলা গানের সমন্বয়ে সাজানো হয়েছিল তাদের বৈঠকী আসর "সুরালাপ"। দারুন মনোরম পরিবেশে সুরের মূর্ছনায় ভেসে গেলো দর্শক শ্রোতাবৃন্দ।

এমন অনুষ্ঠান সাধারণত খুব বেশী আয়োজন হতে দেখা যায় না। ধ্রুপদী গান সত্যিই মানুষকে নিয়ে যায় হৃদয়ের গভীরে তা এ অনুষ্ঠানে না আসলে বোঝা যেতনা।

যে রাগগুলো অনুষ্ঠানে পরিবেশিত হয় তা হলো: ইমন, বাগেশ্রী, কলাবতী, বেহাগ, ভাটিয়ার, জৌনপুরি, নটভৈরব, শিবরঞ্জনী, দেশী, পুরিয়া ধানেশ্রী, মালকোষ, ভৈরবী, ভিমপলশ্রী ও ছায়ানট। যেসব শিল্পীবৃন্দ তাদের অসাধারণ পরিবেশনায় সকলকে মুগ্ধ করেছিলেন তারা হলেন: সুজয় সাহা, মায়িশা ফাহমিদা এষা, শিল্পী চৌধুরী, আরিফ চৌধুরী পলাশ, আফিরা কায়লা রিফা, সুনীল সূত্রধর, তাজিন জামান টিনা, মোহিত মিলকি, বুবলি হোসেইন, পূজন দাস, ইসরাইল হোসেইন, কাকলি দত্ত এবং সুমন মুহাম্মদ হাফিজ।

যন্ত্রসঙ্গীতে ছিলেন, গীটারে: নাসির উদ্দীন, কী বোর্ডে: রিফাত হোসেইন, পারকেশনে: জহিরুল ইসলাম উজ্জ্বল এবং তবলায়: বিনয় সরকার ও তমাল হাসান। এছাড়াও অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন বিনয় সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তমাল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায়: সাফায়েত ঢালী ও মায়িশা ফাহমিদা এষা।

অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে সাম্পান শিশু কিশোর সংগঠন। ভবিষ্যতেও যুগলবন্দীর এমন কালজয়ী শাস্ত্রীয়, ধ্রুপদী ও বাংলাগানের আয়োজন দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করবে বলে সকলে আশা ব্যক্ত করেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান