কবিতাগুচ্ছ । আব্দুল বাতেন
কবিতাগুচ্ছ । আব্দুল বাতেন
বিস্মৃতি

সুদূরের নক্ষত্রটির মত চলে গ্যাছে পহেলা প্রেমের মেয়েটি
অভিমানের পালকিতে, নদীমাতৃক বাংলার ধরনে যে কান্নাকাতর!
রৌদ্র ছায়ার
নাগরদোলা
স্বপ্ন আশার
পিড়াপিড়ি
কুয়াশা শিশিরের
ছোট্ট সাঁকো
ফুল ফসল বৃষ্টি এবং জোছনার গল্প সাথে করে নিয়ে গ্যাছে, গোপনে
টিয়ার ঠোঁটের মত তাঁর টিপের ঝলকানি ভেসে গ্যছে বিস্মৃতির বন্যায়।

ই মেইল

প্রিয়তা, আজ মনমরা দিন, মেঘলা দুরাশাগ্রস্ত দিন।
দিগন্ত নুয়ে আসা জানালায় দৃষ্টি খুলেমেলে ধরি-
দূরে
সুদূরে
মেঘের মঞ্জিল ছুঁয়ে ছুঁয়ে পাখি দম্পত্তি, উড়ছে
খুশিতে টগবগে! কুয়াশার রেণুমা মেখে মেখে
কি অপরুপ
খোলামেলা!
বি-রা-ট আকাশে আহ্লাদিত তাদের ঘুরাফেরা।
অথচ মানুষ, সৃষ্টির সেরা মানুষ শুধু মানুষকে
আটকাতে
বানিয়েছে
আলাদা আলাদা রাষ্ট্র রাষ্ট্রনেতা পতাকা মানচিত্র
পাসপোর্ট ভিসা তারকাঁটা রাইফেল বুলেট সীমান্ত
সৈনিক আরো
কত কি?
মানুষ খালি মানুষকে ঠেকাতে ও ঠেঙাতে বানিয়েছে
বিভিন্ন বিধাতা ধর্ম জাত পাত উঁচু নিচু, ভেদাভেদ!
বোকা এবং
বুদ্ধিমান
মানুষের প্রধান শত্রু শুধুই মানুষ, সর্বকালে।

সৎ এবং সাধারণ

সৎ
এবং
সাধারণ
কোথাও তোমার মুক্তি নেই, মর্যাদা পাবার যুক্তি নেই।
পা পাছা চাটতে জানোনা, মিথ্যার মিছিলে নামোনা?
ধাপ্পা, ডিগবাজির জাদুমন্ত্র ছারা
ঊষা উন্নতি অধরা তোমার, বোঝ?
সৌভাগ্য শিরস্ত্রাণহীন তোমার
কাটবে কাল দৌরঝাঁপের উপর
জুটবেনা জগতে পান্তা নুন এবং
কাঁচা লঙ্কাও। চুম্বন আলিঙ্গন হাহ্
দু তিন
চার নম্বরি
না-শিখলে
তোমার কান্না কোকানি গোঙানির গৃহস্থালি যুগ যুগান্তর
তুমি ব্যর্থ অপদার্থ লাঞ্চিত অবাঞ্চিত পরিবার সমাজের।

প্রিয়তা, তুমি

তীরেই
তরী ডুবে গেলেও মানোনি, হার হাতকড়া
খড়কূটো আঁকড়েই শিখেছ বাঁচার লড়াই
উন্মাদ ঢেউয়ের থাবায় হয়েছ
হতবিহ্বল বিধ্বস্ত বারবার
জল্লাদ জোয়ারের গ্রাসে হওনি হজম, তবু।
হাজার
হাজার হাঙ্গর কুমির সাপের সাধ সংকল্প
তোমাকে পারেনি পরাস্ত করতে।
হোঁচট খেয়ে, পিছলে পরে, ঠকে ঠকে
প্রতি পদক্ষেপে মুখস্থ করেছ
স্রোতের বিপরীতে একলা চলার কলাকৌশল।
প্রিয়তা, তুমি
তরুণ তোরণ, অদম্য; জানোনা নতশির নতজানু।

নীলিমা, এখানে নিস্তার নেই

নীলিমা, এখানে নিস্তার নেই কারো
দুধকলায় পালিত উগ্রবাদের থাবায়
সম্প্রীতির স্বর্ণ মুদ্রা হামেশা লুটপাট
বৈষম্যের বুলেট বিদ্ধ মৈত্রীর মূলমন্ত্র।
ভিক্ষুক বানানো মোল্লাতন্ত্রের মিসাইলে ছারখার বাউলবাংলা
টুপি পাগরি হিজাব বোরখা দোররা পাথর মারার আদিমতায়
চাপাতির অব্যর্থ কোপে ঢলে পরে
মুক্তচিন্তার চারাগাছ, তমসায় তন্দ্রায়
বুক চাপরে কাঁদে মানবতা, ধর্মান্ধতা
সভ্যতার গলায় ঝুঁলায় জুতার মালা।
ভীষণ আহত ও নিহত এখন অনুভূতির আকাশ অনেকের
জেল জরিমানা অগ্নিসংযোগ ও হত্যার হুমকি কথায় কথায়!
তোমার নয়নের সুদীপ্ত সুদূরতা
কলিজার কুসুম, মুগ্ধতা মগজের
তিন পহরে লন্ডভন্ড করে মহানন্দে
কালের কুখ্যাত কুকুর আর শূকর।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান