কবিতাশ্রম-এর প্রতিষ্ঠাৱ যুগপূর্তিতে আবৃত্তি আয়োজন
কবিতাশ্রম-এর প্রতিষ্ঠাৱ যুগপূর্তিতে আবৃত্তি আয়োজন

অনুষ্ঠানের ছবি



নিজস্ব সংবাদ : শুক্রবার (২২ মার্চ ২০১৯) সকাল ১০টায় কবিতাশ্রমের প্রতিষ্ঠার যুগপূর্তিতে আবৃত্তি আয়োজনে ছিলো ষষ্ঠ আবর্তের শিক্ষার্থীদের পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং কেক কেটে প্রতিষ্ঠান যুগপূর্তি উদযাপন

এ উপলক্ষ্যে উত্তরাস্থ ট্রাস্ট কলেজে মিলনায়তনে আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিতাশ্রমকে শুভেচ্ছা জানান ঢাকা পদাতিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ উত্তরা-এর সহ-সভাপতি হাসান মাহমুদ, বরেণ্য আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক ফাহমিদা হক কলি, শ্লোক আবৃত্তি একাডেমির সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সহ-সভাপতি শফিউল গণি, ট্রাস্ট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খোকন চন্দ্র সরকার, ট্রাস্ট কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক, ক্রিয়েটিভ থিয়েটারের সভাপতি মনিরুল ইসলাম রাজীব এবং মাইম আর্ট ইউনিটের সভাপতি সোহেলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য/প্রতিনিধিরা

উপস্থিত ছিলেন কবিতাশ্রমের নবীণ-প্রবীন সদস্যরাউপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কবিতাশ্রমের সভাপতি সৈয়দ এরশাদুল হক মিলন, সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম সবুজ এবং কবিতাশ্রম-এর ষষ্ঠ আবর্তের সমন্বয়ক আকলিমা আক্তার চম্পা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান