কবি অনন্ত সুজনের জন্মদিন আজ
কবি অনন্ত সুজনের জন্মদিন আজ

জন্ম: ২৭ নভেম্বর ১৯৭৭
জন্মস্থান: ব্রাহ্মনবাড়িয়া, বাংলাদেশ


কাব্যগ্রন্থ:

পিপাসাপুস্তক ২০১০, জেল সিরিজ ২০১২, লাল টেলিগ্রাম ২০১৩, সন্ধ্যার অসমাপ্ত আগুন ২০১৬, হাড়ের জ্যোৎস্না ২০১৯


সম্পাদনা:

সুবিল


সম্পাদিত গ্রন্থ:

শূণ্যের সাম্পান (প্রথম দশকের নির্বাচিত কবি ও কবিতা) অনতিদীর্ঘিকা (প্রথম দশকের দীর্ঘ কবিতা)

আজ কবির জন্মদিন । জন্মদিনে সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন । তার ফেসবুক টাইমলাইনে প্রকাশিত সদ্য দুটি কবিতা পাঠকদের জন্য । কবির অনুমতি না নেওয়ার কারণে সাহিত্যবার্তা পরিবার আন্তরিকভাবে দুঃখিত ।

প্যারিসে একরাত্রি

রাতকে সৌরপ্রলেপে আবৃত করে, বহুবর্ণিল
আলোর জৌলুসে ইচ্ছানুসারে সাজানো প্রাত্যহিক
রেওয়াজ এখানে! পৃথিবী যখন আঁধার-আরামে
ঘুমের তলদেশে নিখোঁজ---তখন অনিবর্চনীয়
জেগে ওঠে জ্যোৎস্না অধ্যুষিত প্যারিসের প্রশস্ত-
প্রান্তর। উৎক্ষেপিত ঝাড়বাতির অসম প্রজ্বলনে
নক্ষত্র সব অধিকৃত, ঝরঝর! লোকালয় ছেড়ে
জনঢল নেমে এসেছে রঙধনু বিছানো রাস্তায়!
সর্বদিক ব্যাপী বিস্ময়ের উদ্বোধন, ঘোরের গ্রন্থি
ছিঁড়ে ঊর্ধ্বাকাশে উড্ডীন অত্যুজ্জ্বল ঘুড়ি ও বেলুনে!
সবার উৎসবের পোশাক সমান রঙ্গিন, শোধিত-
শোভাকর! প্রত্যেকের চোখে নিদ্রা বিসর্জনের
দুর্লভ-ধাতুফুল---পরাবর্তের আয়ুষ্মান উল্লাসে
তরঙ্গায়িত! এই প্রথম উপমিতির সুতীব্র সংকটে
আমি দ্বিখণ্ডিত, ঝলসানো! সঙ্গপরিষদের যে কোন
যুবতীমাত্রই বঙ্গ ষড়ঋতুর বৈচিত্র্যে সুষমাসুগন্ধমথিত!
তাদের গানের পরিভাষা ও নাচের নন্দনে আসক্তির
প্লাবন! চুম্বনের শব্দগুলো শারঙ্গ-শামিল, আলিঙ্গনের
শুদ্ধতা থেকে উড়ে যাচ্ছে পাখি, প্রজাপতি! আহা,
প্রবাহিত বাতাসে শীতের অহিফেন! আবহ তাড়নায়
পাথর সে'ও পুষ্পিত-পল্লবিত! আলো ঝলমলে হল্লা
উপচানো এ আনন্দভূমে বরফের পানপাত্র হাতে
অসম্ভবের মতো আচম্বিত দেখেছি ঈশ্বর---সমগ্র
আয়োজনে গর্বিত মদিরা পরিবেশক!

বৃষ্টি বিলাস

রেইনকোটটা যেদিনই ভুল করে ঘরে ফেলে বাইরে বেরোই---
ঠিক, সেদিনই শহরে বৃষ্টি নামে!

দূরবীন দূরে তখন কার যেনো ছায়া, প্রতিভাস
অবিরাম জাদুর কোলাহল ঠেলে দেয়!
শাড়ির ভাঁজে ভাঁজে আসক্তি, রতির সন্ত্রাস!

বিসর্পিল বাতাসও পল্লবিত বৃষ্টির বার্নিশে---
অধিগ্রহণের ঘ্রাণ গানে হুলস্থূল!

অপসৃত হবো ভেবে, ভীষণ উড়ে যাই অনন্ত বিমান।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান