কবি এমদাদুল কাদের এর কবিতার বই ‘ কোনদিন মানুষ ছিলাম না আমি ’ বইমেলায়
কবি এমদাদুল কাদের এর কবিতার বই ‘ কোনদিন মানুষ ছিলাম না আমি ’ বইমেলায়

অমর একুশে বইমেলা-২০২১-এপ্রকাশ পেয়েছে কবি এমদাদুল কাদের এর কবিতার বই  কোনদিন মানুষ ছিলাম না আমি

কোনদিন মানুষ ছিলাম না আমি ’’বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- জংশন

বইটির প্রচ্ছদ করেছেন- মিজান স্বপন

মূল্য- ১৫০ টাকামেলায় জংশনের ৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এ বই

এমদাদুল কাদের ১৯৫৪ সালের ১লা ডিসেম্বর পুরানো ঢাকার ফরিদাবাদে জন্মগ্রহণ করেন। তার বাল্যকাল কেটেছে ময়মনসিংহে।

পরে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করে জগন্নাথ কলেজে পড়ার সময় মুক্তিযুদ্ধে চলে যান।

ভারতের দেরাদুনে ট্রেনিং নিয়ে তিনি দেশে আসেন এবং ঢাকার অদূরেই মুজিব বাহিনীর আটি’র ঘাঁটিতে স্থান নেন। সেখানে তিনি ছাত্রদের ট্রেনিং দিতেন এবং সেই সঙ্গে অস্ত্র সরবরাহের কাজে নিযুক্ত ছিলেন।

সায়দাবাদ ও আটি’র যুদ্ধ অংশগ্রহণ করেন। তিনি তৎকালীন সময়ে (৭২-৭৬) ঢাকা বিভাগের (বেনটাম ক্লাস) শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা ছিলেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ার সময় তিনি সুইডেন চলে যান এবং সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

বর্তমানে তিনি রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত। সুইডেনে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। বিশেষ করে স্থানীয় সংস্থা ‘শাপলা’র সঙ্গে তার সম্পর্ক সংস্থাটির জন্মলগ্ন থেকেই।

দেশ, মানুষ আর দেশের মাটির প্রতি ভালোবাসাই তাকে উদ্বুদ্ধ করে কবিতা লিখতে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান