কবি ওয়াহিদ জালাল'র ৪টি নতুন বই আসছে বইমেলায়
কবি ওয়াহিদ জালাল'র ৪টি নতুন বই আসছে বইমেলায়

অমর একুশে বইমেলা-২০১৯ যুক্তরাজ্য প্রবাসী কবি ও গীতিকার ওয়াহিদ জালালের চারটি কবিতার বই প্রকাশিত হতে যাচ্ছে । এগুলো হলো: মায়া,আত্মকাব্য সমগ্র,তুমি আমার,Seleted poems

‘মায়া ’ প্রকাশ করেছে নন্দিতা প্রকাশ এবং ’ আত্মকাব্য সমগ্র' তুমি আমার, Seleted poems বই তিনটি  প্রকাশ করেছে নাগরী প্রকাশনী।


কবি ওয়াহিদ জালাল ১৯৬৯ সালে সিলেট জেলার ওসমানীনগর (বালাগঞ্জ) থানার আহমদনগর গ্রামে জন্ম গ্রহন করেন।

কুরুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু।

১৯৮৬ সালে বাবা-মার সাথে ইংল্যান্ডে পাড়ি জমান। ইংল্যান্ড থেকে জেদ নামক একটি সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করেন। সাংবাদিকতার সাথে জড়িত, রেডিও-টিভিতে উপস্থাপক হিসেবে কাজ করছেন।

বিভিন্ন সময়ে অনেক পত্র-পত্রিকা সম্পাদনা ও প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। 

ওয়াহিদ জালাল প্রবাসে কর্মময় জীবনের ফাঁকে ফাঁকে নিজেকে সঁপে দিয়েছেন সাহিত্যচর্চায়।

প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২২টি ।

উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলোঃ পার করো সমুদ্র, তুমি একটি দীর্ঘ রজনীর নাম, আত্মকাব্য, কেনো ভাঙালে বৈরাগী ঘুম, নিশ্বাসের পালঙ্কে ভেঙ্গে পড়া চাঁদ, বেদনারা গান করে, শোন আমি আকাশের দিকে যাচ্ছি, হৃদয় তুমি বিরহ কাব্য, অন্তরের অন্তরা, আমাকে একটি নাম দাও,কবিতা সংগ্রহ,নিঃশব্দ আয়ুস্কাল,আত্মকাব্য (২) নদীর ঢেউ ভাঙ্গে সাগরের প্রেম এবং ইশ্বর তোমাকে একদিন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান