কবি ও কথাসাহিত্যিক এ কে এম আব্দুল্লাহ এর জন্মদিন আজ
কবি ও কথাসাহিত্যিক  এ কে এম আব্দুল্লাহ এর জন্মদিন আজ

কবি : এ কে এম আব্দুল্লাহ


বাঁক বদলের কবিএ কে এম আব্দুল্লাহ । একজন কবি ও কথাসাহিত্যিক বাংলাদেশের 

সিলেট বিভাগের ঐতিহ্যবাহী গোলাপগন্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়েনর বনগ্রামের নন্দিত সন্তানজন্ম ২৬ মার্চতিনভাই ও তিন  বোনের কনিষ্ট সন্তান এ কে এম আব্দুল্লাহস্থানিয়  প্রাইমারী স্কুল , আলএমদাদ হাইস্কুল এন্ড কলেজ এবং সিলেট এম সি বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করে যুক্তরাজ্যের লন্ডনে  চলে আসেনবর্তমানে দীর্ঘদিন থেকে লন্ডনে স্থায়ীভাবে বসোবাস করছেনহাইস্কুল থেকেই লেখা-লেখি শুরু করলেও মধ্যে কিছুটা বিরতি শেষে প্রবাসের ব্যস্ততায়ও আবার নিজেকে সাহিত্য চর্চায় নিয়োজিত রেখেছেন

 

বিলেতের সংসারজীবন আর কর্মব্যস্ততায়ও কখনও ভুলে যাননি প্রিয় স্বদেশআর তাই প্রবাসে বসে নিরলস ভাবে করে যাচ্ছেন সাহিত্যচর্চা তার লেখার পরতে পরতে ভেসে ওঠে দেশপ্রেমদেশের সুখে হাসেনদেশের কষ্টে কাঁদেনপ্রবাসে নিজেকে জড়িত রেখেছেন বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথেগড়ে তুলেছেন নিজের মত করে সাহিত্যচর্চার উন্মোক্ত প্লাটফর্মচিত্র উপমা আর আর আধুনিকতার পরশে তার লেখায় সৃষ্টি হয়েছে তার নিজস্ব ধারা

 

তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ: সচেতনা / হৃদয়ে রক্তক্ষরণ / মাটির মাচায় দন্ডিত প্রজাপতি/ যে শহরে হারিয়ে ফেলেছি করোটি/ ইমেইল বডিতে সময়ের অনুবাদ

উপন্যাস: ক্ষুধা ও সৌন্দর্য  যা-পাঠকমনে আজও দোলা দিয়ে যায়

এছাড়াও এ কে এম আব্দুল্লাহর রয়েছে বেশ কিছু যৌথ প্রকাশনা

সম্পাদনা করেছেন  অণুগল্প সংকলন

শব্দবিন্দুসহ বেশ কিছু সাহিত্যম্যাগাজিন

একইসাথে,বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকা, অনলাইন সাহিত্য পত্রিকা , সাহিত্যব্লগ, লিটলম্যাগ সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত লিখছেন

 

কবি এ কে এম আব্দুল্লাহ তার সাহিত্য কর্মের জন্য ইতিমধ্যে ভারতের ড:শ্যামসুন্দর ম্যামোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে পেয়েছেন স্বর্নমেডেলবাংলাদেশ  নবধারা সাহিত্য সংঘ পদকবোলপুর, শান্তিনিকেতন এর সৎসঙ্গ পাঠাগার কর্তৃক কবিতায় সম্মাননা এয়ার্ড

 

সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে কবি এ কে এম আব্দুল্লাহর প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান