কবি তুষার কবিরকে নিয়ে ধাবমান-এর সাহিত্য বৈঠক
কবি তুষার কবিরকে নিয়ে ধাবমান-এর সাহিত্য বৈঠক

কবি তুষার কবির


নিজস্ব সংবাদঃ প্রথম দশকের সক্রিয় স্বতন্ত্র কণ্ঠস্বর, মেধাদীপ্ত শাণিত প্রতিভা, বিশুদ্ধ চিত্রকল্পের কবি তুষার কবিরকে নিয়ে নারায়ণগঞ্জের স্বনামধন্য সংগঠনধাবমানআয়োজন করতে যাচ্ছে তার ৯২৫তম সাহিত্য বৈঠক!   কথা কবিতায় কবি তুষার কবিরশিরোনামে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল :৩০- নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

 

কবি তুষার কবির-এর যাবত মোট ১২টি কবিতার বই ১টি কবিতা-বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে! অভিনব শব্দঅভিধা অনবদ্য চিত্রকল্পের জন্যে তিনি ইতোমধ্যে নিজেকে প্রথম দশকের বহুমাত্রিক কবি হিশেবে চিহ্নিত করেছেন! তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেবাগদেবী আমার দরজায়’, ‘মেঘের পিয়ানো’, ‘ছাপচিত্রে প্রজাপতি’, ‘যোগিনীর ডেরা’, ‘ উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি’, ‘কুহক বেহালা’, ‘ রক্তকোরকের ওম’, ‘ঘুঙুর ছড়ানো ঘুম’, ‘ তিয়াসার তৃণলিপি’, ‘ হাওয়াহরিৎ গান’, ‘ধূলি সারগামতাঁবুকাব্যকুঠুরির স্বরতাঁর কবিতা-বিষয়ক প্রবন্ধের বই।

 

ভিন্ন স্বরের, ভিন্ন লিখনভঙ্গিমার কবি তুষার কবির যাবতকালি কলম তরুণ কবি লেখক পুরস্কার’, ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’, ‘দাগ সাহিত্য পুরস্কারএবংশ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কারসম্মাননায় ভূষিত হয়েছেন!

 

ধাবমান’-এর পক্ষ থেকেকথা কবিতায় কবি তুষার কবিরসাহিত্য বৈঠকে সকল কবি, কবিতানুরাগী পাঠকদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

 



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.