কবি তোফাজ্জল লিটনের জন্মদিন আজ !
কবি তোফাজ্জল লিটনের জন্মদিন আজ !
কবি তোফাজ্জল লিটন । হবিগঞ্জে আজকের এইদিনে জন্মগ্রহণ করেন তিনি। 

বাংলাদেশ শিশু একাডেমীর শিশু পত্রিকায় ১৯৯৯ সালে প্রথম প্রকাশ হয় তার কবিতা। তারপর থেকে লিখে চলেছেন কবিতা গল্প এবং নাটক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পাইতাল নামের একটি মঞ্চনাটক লিখেছিলেন। এটি বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আমন্ত্রণে এবং অর্থায়নে জাতীয় নাট্যশালায় ২০০৭ সালে মঞ্চস্থ হয় এই মঞ্চনাটক।  

সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর করা তোফাজ্জল লিটন লিখেছেন টিভি নাটকও। বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত অভিনেতা তিনি । অভিনয় করেছেন বেশ কয়েকটি টিভি নাটকে এবং সিনেমায়। 

ব্রিটিশ সরকারের আমন্ত্রণে ২০০৮ সালে তিনি ব্রিটেন গমন করেন ছয় মাসের গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামে।  সাংবাদিকতায় যুক্ত হন ২০১০ সালে। এখনো এই পেশায় যুক্ত আছেন। ২০১৩ সালে ২৬  মার্চ তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন। এখন স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন ।

তাঁর জন্মদিন উপলক্ষে দুটি কবিতা পাঠকদের উপহার --- সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা  ও অভিনন্;ন ।

বৃষ্টির শহরে আছি

বৃষ্টির শহরে আছি
বৃষ্টিতে ভিজে শরীর অথবা চোখ।
শুধু মন ভেজাতে পারে না সে জল
ভেজায় শুধু রোদে পোড়া মুখ।

বৃষ্টির শহরে আছি

শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে যাই
দেখি মানুষ-গাছ-বাড়ি ফুল সবই।
দেখি না শুধু জানালায় দাঁড়িয়ে থাকা
প্রিয়ার সেই ছবি।

বৃষ্টির শহরে আছি
আকাশ থেকে ঝরে পড়া জল দেখি
বৃষ্টি দেখি না শুধু।


প্রেমিকা অথবা উপপত্নী


রক্ষিতা করে দিয়ে বনলতাকে
ভালোবেসে প্রেমিক ভাসেন
সওদাগরী ময়ূরপঙ্খী জোয়ারে।

দেওয়া নেওয়ার ভিড়ে
নারীরও নেই কোনো ভ্রুক্ষেপ;
প্রণয়ীর দেওয়া বন্ধু-যুবা
অথবা বৃদ্ধের খোঁয়ারে।

‘তোমার প্রতি অঙ্গ লাগি
কাঁদে প্রতি অঙ্গ মোর।’
এইসব কান্নাকাটি হয়েছে
সহস্র বছর আগে।

অধুনা-প্রেম পতঙ্গকেও
নেয় অঙ্গ হিসেবে যদি
তাতে বিত্তকে নেয়া যায় ভাগে।

আহ, কলিকালে অর্থ-প্রেম এবং ভালোবাসা
একই পাল্লায় থাকে;
রাগে ও অনুরাগে!





সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান