কবি মুহম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক
কবি মুহম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক

বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এই পদে সদ্য প্রয়াত কবি হাবীবুল্লাহ সিরাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

২০১৮ সালে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ মে মারা যান। তার পর থেকে মহাপরিচালকের পদটি শূন্য ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেখাপড়া করে আসা মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির পরিচালক ছিলেন। অর্ধশতাধিক বই রয়েছে তাঁর।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে একুশে পদক এবং ১৯৮৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান নূরুল হুদা। কবিতার পাশাপাশি কথাসাহিত্য, প্রবন্ধ, লোকসংস্কৃতি, নন্দনতত্ত্ব ও অনুবাদ সাহিত্যেও বিচরণ রয়েছে তাঁর।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পোকখালী গ্রামে জন্মগ্রহণ করেন মুহম্মদ নূরুল হুদা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান