কবি রাজন্য রুহানির জন্মদিন আজ
কবি  রাজন্য রুহানির জন্মদিন আজ

কবি ও সাংবাদিক রাজন্য রুহানির জন্মদিন আজ। ১৯৮০ সালের এই দিনে (২ নভেম্বর) জামালপুর জেলা শহরের হাটচন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্মদিনে সাহিত্যবার্তার পক্ষ থেকে অতল ভালোবাসা ও শুভেচ্ছা।

রাজন্য রুহানি স্কুলজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। কলেজে পা দেবার পর তিনি সাংবাদিকতা শুরু করেন। এ পর্যন্ত তাঁর তিনটি গ্রন্থ প্রকাশ হয়েছে। ১৯৯৮ সালে দেশের প্রথিতযশা লেখক সহযোগে ঋদ্ধি প্রকাশনী থেকে বের হয় তাঁর প্রথম আলোচনা গ্রন্থ 'ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ: আতিউর রহমানের ৭টি গ্রন্থ'। ২০১৬ সালে অনুপ্রাণন প্রকাশন থেকে বের হয় তাঁর প্রথম কবিতার বই 'গল্প সমাপ্তির গান'। ২০১৮ সালে প্রিয়মুখ প্রকাশনী থেকে তাঁর দ্বিতীয় কবিতার বই 'ওঁ হোমাগ্নি ওঁ ষড়ঙ্গ' প্রকাশিত হয়। এ বছর একুশে বইমেলায় তাঁর তৃতীয় কবিতার বই 'ঈশ্বর ও চেলাচামুণ্ডার নাচ' প্রকাশ পাবে বলে জানা গেছে।

তিনি ২০১৭ সালে প্রিয়মুখ পাণ্ডুলিপি পুরস্কার ও সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২০ অর্জন করেন।

এছাড়া তিনি শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা 'আর্টপেপার' এর সংশোধক সম্পাদক।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.