কবি সরোজ মোস্তফার চতুর্থ কবিতার বই ‘লাল রক্তের ব্রহ্মাংশ’
কবি সরোজ মোস্তফার চতুর্থ কবিতার বই ‘লাল রক্তের ব্রহ্মাংশ’

ছবি : নেট


অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে কবি সরোজ মোস্তফার চতুর্থ কবিতার বই ‘লাল রক্তের ব্রহ্মাংশ’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘নৃ’ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন কবি ও শিল্পী বিধান সাহা।

বইটির ২২টি কবিতাকে এক মলাটেই The diener’s log শিরোনামে অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। অনুবাদ করেছেন নিত্য জামী।

এ বইয়ের বিষয়ে সরোজ মোস্তফা বলেন, উদ্বাস্তু শিবিরে ভাতের থালায় রক্ত। ইয়াবার লাল ক্রোধ। রোহিঙ্গা শিবির দেখে মনে হবে লাল কেয়ামত। ভূমি হারানো মানুষের কান্না ও স্বপ্ন হারানোর অনিবার্য উচ্চারণ এই গ্রন্থ। উদ্বাস্তু শিশুর চোখ ভূমির দলিল খুঁজছে, সীমান্ত পেরুনো মানুষ  পলিথিনের আশ্রয় চাইছে। সর্বত্র মরছে, সর্বত্র মারছে। পৃথিবীর নির্মম অসহায়ত্বই এই বইয়ের ভাষা। ফিলিস্তিনি, রোহিঙ্গা কিংবা সিরিয়ার রিফিউজিদের লাল হাহাকার এই বই।

‘লাল রক্তের ব্রহ্মাংশ’ পাওয়া যাচ্ছে মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘নৃ’-এর ৬৩৮ নম্বর স্টলে। ৫৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান