গোলকধাঁধা- নাজমুল হোসাইন
গোলকধাঁধা- নাজমুল হোসাইন
বেদনার্ত-মোরগের সুরে-- আমি, সকাল হওয়ার প্রত্যাশায়! ধরো, একদিন কোমল রোদে প্রকাশিত হলাম। কী হবে এতে! আমার পকেটে বাসা বাঁধবে কীটাণু। মাকড়শা পায়ে জড়াবে জাল।
তুমি বলো, কতবার জাল ছিঁড়ে দেখাবো মৃত্যু সেই অনতিক্রম্য পাহাড়ের গুহা যেখানে আত্মগোপনকারী প্রতিটি ব্যক্তি রবার্ট ব্রুস!
ব্রাকেটের ভিতর যাবতীয় রহস্য, জাল। কৌটাবন্দি নিমফল, লুডুর গুটি। আচ্ছন্নতা মানে, তোমাকে ছুঁয়ে আছি উন্মাদ ঘোড়ার মতো। কেশে সুড়সুড়ি দিয়ে অন্ধকার দাবড়াইয়া প্রকাশিত হওয়া-- কোনো মানে আছে এর! তুমি বলো, আলো সেই আশ্চর্য তৃষ্ণা যার পিছু ছুটে ছুটে তিমিরনির্যাস পান করা নয়?
জীবন সেই কুয়াশাঢাকা গুহামুখ যেখানে ভ্রম হচ্ছে আমাদের-- বুঝি না-- ঢুকলাম কি বেরুলাম

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান