চন্দ্রশিলা ছন্দা এর গুচ্ছকবিতা
চন্দ্রশিলা ছন্দা এর গুচ্ছকবিতা

কবি : চন্দ্রশিলা ছন্দা


চাঁদ মেয়ে

 

চাঁদমুখ ছুঁয়ে এলো চুল মাখামাখি

মাছরাঙা চোখে চাহনি লক্ষ্যভেদী

অধরখানি চাতক তৃষ্ণায় রাধা

এলাচি বনে অবয়ব ঢাকা আধা

বল্ দেখি মে, কী এমন হতো ক্ষতি ?

তুই যদি শুধু, শুধুই আমার হোতি


পাপ যত সব আমারই থাক


কেন এমন শূন্যতা বোধ কার প্রতিশোধ

এ কোন পাওয়া

খুব নীরবে খুব গোপনে একলা কেবল ক্ষয়ে যাওয়া

আমার কেন মেঘলা আকাশ ক্লান্ত দুপুর

একলা বিকেল ঘন আঁধার সন্ধ্যা বেলা

আমার কেন বিষন্নদিন দীর্ঘ জীবন একলা চলা

আমার বেলায় উল্টো আকাশ জোয়ার ভাটা টানাপোড়েন

আমার বেলায় নিম্নমুখী দৃষ্টিনতর বাক্য ছোড়েন?

আমার বেলায় দিনদুনিয়ায় কষ্ট সহা জ্বরাব্যাধি

বিচার আচার উলোটপালট মতামতও স্ববিরোধী

আমার কেন হেরেই যাওয়া ধাপে ধাপে সে কোন পাপে

পাপ তবু সব আমারই থাক তোমরা বাঁচো প্রাণের তাপে


জীবন মৃত্যু


 

একটা মানুষ আর কতবার

মরতে পারে বল?

দুচোখ ঘন আষাঢ় শ্রাবণ

বর্ষা টলমল

 

আকাশ ছুঁয়ে মেঘনা নদী

মাঝ নদীতে ঘর

আকাশ নদী জলের মিলন

আকাশ নদী পর

 

ভালোবাসা কৃষ্ণ রাধা

ভালোবাসা ছল!

বিষে বিষে আর কতবার

মরতে পারি বল??

 

প্রেম মানে কী কৃষ্ণ রাধা

প্রেম মানে কী ছল

আর কতবার প্রেম বিরহে

মরতে পারি বল?



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান