চারটি কবিতা । মেহেদী ইকবাল
চারটি কবিতা । মেহেদী ইকবাল
মিথ্যার বিপরীতে

জগতে মিথ্যা আসার আগে ছিলো না ভালোবাসা
ভালোবাসা প্রতিষ্ঠিত মিথ্যার উপর
না থাকলে মিথ্যা থাকে না ভালোবাসাও!
ভালোবাসি, এটা চরম মিথ্যা
আসলে কি মিথ্যা?
মিথ্যার বিপরীতে ভালোবাসা
মিথ্যা আছে বলেইতো আমরা ভালোবাসি!

বেদনা

শুধু মানুষের খিদে পায় এটা ভাবার কোনো মানে নেই
খেলনা কুকুরটা যখন খেতে চায় তখন কেমন লাগে!
একটা ভালুকছানা সেই কবে থেকে আমার সঙ্গী হয়েছে
সে খুঁজে পেতে সাহায্য করে আমার চশমা
আমি এখন হারিয়ে ফেলেছি ঘরের চাবি!
হারিয়ে ফেলার মধ্যে আনন্দ আছে অনেক
আমি তা উদযাপন করি!
আলনায় ঝুলছে একটা শরীর, জামাটা উধাও
অসময়ে জানালায় কেন উঁকি দেয় চাঁদ
খুব ভোরে কিছু কী বলতে চায় একফোঁটা শিশির!

ফলাফল

ভালো খেলে হেরে যাওয়া অর্থহীন
ইতিহাস ধরে রাখে শুধু ফলাফল
কে কবে খেলেছে ভালো খুঁজে ফেরা বৃথা
কোন্ দল হয়েছে জয়ী কত গোল কত রান
হেরে যাওয়া কৃতিত্ব নয় থাকুক না স্বল্প আর আফসোস্ ব্যবধান!
ইতিহাস পছন্দ করে ফোয়ারা শ্যাম্পেনের
রঙিন আতশবাজি সাজানো টেবিল আর মাংসের তুফান!
যতই প্রচেষ্টা থাক
ফলাফলে দেখি লাগে চাতুরি ও ছল
তাইতো বিরল দেখি
নির্মল হাসি আর কাংখিত ফল!

তেসরা নভেম্বর 

কুয়াশার নীচে দাঁড়িয়ে থাকা নীরব বৃক্ষের মতো
নভেম্বর দাঁড়িয়ে থাকে প্রিয় মানুষের কবরের পাশে।
কবরের ঘাসে আমাদের অশ্রুগুলো
শিশির বিন্দুর মতো ঝরে পড়ে!
না, আজ কোনো কথা নয়
শুধু নীরবতা!
হে স্বদেশ, এক মিনিট দাঁড়িয়ে থাকো
নীরবে, শ্রদ্ধায়।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান