ছোট আপা - কামরুল হাসান কামু
আমার এক টুকরো পায়রা উড়া রোদ ছিলো
উঠোন ভরা মধু মধু দরদ ছিলো
শানবাঁধানো টুলের ওপর চাঁদ ছানিতে সুখ ছিলো
বৃষ্টি এলে ঘরের ভেতর সেলাই করতাম পুরান দিনের কথা।
আমার বোনের চন্দনের বাটি ছিলো
আমার বোন চাঁদ ছিলো
মেঘের ফুলে আমার বোনের প্রেম ছিলো
পদ্মদ্বীপে আমার বোনের শাড়ী ছিলো
শালুকজলে আমার বোনের সাথী ছিলো
করুচ কাঠিতে আমার বোনের শিল্প ছিলো।
দীঘির জলে হাঁসের পালে আমার বোন লুকিয়ে যেতো চাঁদবাতাসে
আমার বোন হারিয়ে যেতো আকাশ চেয়ে শঙ্খচিলে
আমার বোন লুকিয়ে যেতো রামধনুতে রঙ নিতে
পদ্মপাতা জলে শানবাঁধানো ঘাটে আমার বোন খৈ ফুটাতো ঝুমুর ঝুমুর হেসে।
আমার বোন সারা বাড়ীতে ফুলের বাগান
আমার কাছে স্বর্গসোপান
বাবার কাছে হীরের শহর
আমার বোন মায়ের কাছে ফেরদৌসের নহর।
আমার বোন চাঁদের জলে মুখ ধুতো
আমার বোনের তারার মতো চোখ ছিলো
রাতের বেলা পরীর বেশে ঘুমিয়ে যেতো
সকাল বেলা ফুলের মতন ঘুম ভাঙিয়ে পড়তে যেতো।
আমার ছোট একটা বোন ছিলো
আকাশ আকাশ চিঠি লিখে কোথায় যেনো লুকিয়ে গেলো.....