ছড়াকার জুসেফ খান এর নতুন আসছে বইমেলা-২০২০ এ
ছড়াকার জুসেফ খান এর নতুন আসছে  বইমেলা-২০২০ এ

বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলায়- (২০২০) প্রথম দিন থেকেই অনার্য পাবলিকেশন্স এর স্টলে ( স্টল নম্বর ৩৪২-৩৪৩-৩৪৪-৩৪৫ ) পাওয়া যাবে ছড়াকার জুসেফ খানের পঞ্চম ছড়াগ্রন্থকিছু কিছু ছড়ায় ইস্যু

 

ছড়াকার এই ছড়াগ্রন্থে দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এবং এর প্রতিকার ছড়ায় ছন্দে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন

 

ছড়াকার আগুনের আতঙ্ক নিয়ে ছড়ায় লিখেছেন

  ভয় ভয় মনে ভয়

   কখন যে কি হয়

   চারিদিকে হতাশার খবরে

   আগুনেতে পুড়ে লাশ

   আফসোস  হাসফাস

   রেখে আসা তাজা প্রাণ কবরে

 

ফুটপাতের সমস্যার লেখা ছড়ার শুরুটা রকম

 

     চলাচল ফুটপাতে

      না কি হাঁটা বাজারে !

      ফুটপাত হকারের

      পদব্রজ সাজা রে !

 

      পথচারী সড়কে

      ভয় প্রাণে প্রতিক্ষণ !

      বাস,ট্রাক,রিকশা,

      আছে ভ্যান,নছিমন !”

 

মশা নিয়ে ছড়ার কিছু অংশ

 

 হায়রে মশা, করল দশা

  বেহাল জীবন উৎপাতে !

  আপন দেহে,চাপড় খেয়ে,

  আসে কী আর ঘুম তাতে !”

 

ছড়াগ্রন্থকিছু কিছু ছড়ায় ইস্যুপ্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স প্রচ্ছদ করেছেন মামুন হোসেইন অলংকরণ করেছেন লেখক-পতœ সিনাজ আনহু খান বইটির মূল্য ২০০ টাকা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান