ছড়াগুচ্ছ ।। অঞ্জলী রানী দেবী
ছড়াগুচ্ছ ।। অঞ্জলী রানী দেবী


 

দীক্ষা

 

 

স্বাধীনতায় আলো ছড়ায়

স্বাধীনতার রবি

বাংলাদেশের বুকে আঁকা

শেখ মুজিবের ছবি।

 

মুক্তিবাদী বিশ্বনেতা

সেই মুজিব বিশ্বময়

লাল সবুজের পতাকা

মানচিত্রে বর্ণময়।

 

আমরা সবাই মুজিব হব

মুজিব বর্ষের দীক্ষা

দেশের কাজে এগিয়ে যাবো

দেশপ্রেমেরই শিক্ষা।

 

সেই মুজিবকে ফিরিয়ে দাও

ধানমণ্ডির ওই বত্রিশে

স্বাধীন স্বদেশ এই বাংলাদেশ

মুজিব ছাড়া বিষে।

মুজিব মানেই মুক্তিযুদ্ধ

 


 

মুজিব মানে সংগ্রাম

মুজিব মানে সান্ত্রী

মুজিব মানে ন্যায়ের প্রতীক

মুজিব মানে শান্তি।

 

মুজিব মানে বাংলা ভাষা

মুজিব মানে স্বদেশ

মুজিব মানে মুক্তিযুদ্ধ

মুজিব মানে বাংলাদেশ।

 

মুজিব মানে গণতন্ত্র

মুজিব মানে আশা

মুজিব মানে সমাজতন্ত্র

মুজিব ভালোবাসা।

 

 

 

আয়রে ফিরে আয়

 


 

আয়রে মুজিব

খোকা মুজিব

মা ডেকে যায়।

 

স্বাধীন দেশে

বাংলাদেশে

আয়রে ফিরে আয়।

 

শতবর্ষে

মুজিব বর্ষে

মুজিব স্মৃতি দেখি।

 

অতীত দিনের

সেই মুজিবের

গল্পকথা লেখি।

 

সবাই মুজিব

নেই কো মুজিব

গণসমুদ্রে।

 

গানে গানে

প্রাণে প্রাণে

বীণা বাজে রুদ্রে।

 


স্বপ্নদ্রষ্টা

 


 

আকাশ কাঁদে সূর্র্য কাঁদে

কাঁদে প্রেমের তারা

সেই কান্না শুনে শুনে

কাঁদে স্বজন হারা।

 

দূর পাহাড়ের ঝর্ণা কাঁদে

কাঁদে নদীর

পাখিরা সব বিলাপ করে

পঁচাত্তরের ভুল।

 

বীর বাঙালির স্বপ্নদ্রষ্টা

শেখ মুজিবুর রহমান

সেই মানুষটি সারা জীবন

গাইতো সদা দেশের গান।

 

দেশকে যদি ভালবাসো

মুজিবকে ভালবাসা

দেশের জন্য স্বপ্ন দেখি

সজিব সবুজ আশা।

 

 

 

 

মহানায়ক

 


সতেরই মার্চ ঊনিশশো বিশ

খোকা জন্মে ছিল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়

খুশির দোলা দিলো।

 

জেগে ওঠার শ্বাশত কণ্ঠে

কথার ছিল ক্ষুর

ছবির মতো ভেসে ওঠে

শেকল ভাঙার সুর।

 

গণসমুদ্রে ঢেউ তুলে ছিলো

নদীর মতো বহমান

স্বাধীনতার মহানায়ক

শেখ মুজিবুর রহমান।

 

পাঁচাত্তরের ওই ইতিহাস

মরছে জ্বলেপুড়ে

বঙ্গবন্ধুর সেই পাপীরা

ঘৃণ্য আস্তাকুঁড়ে।


 

 

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান