জাবি'তে গুণীজন সম্মাননা পেলেন কবি রইস মনরম
জাবি'তে গুণীজন সম্মাননা পেলেন কবি রইস মনরম

কবি রইস মনরম


'রুদ্ধ প্রাণে আসুক প্রলয়'- এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত এই নাট্যোৎসবে গুণীজন সম্মাননা পেলেন কবি রইস মনরম। 

৯ মার্চ শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর নুরুল আলম উৎসবের উদ্বোধন করেন।

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দ্বীন মুক্তমঞ্চে চলমান এই নাট্যোৎসবে প্রতি সন্ধায় একটি করে মোট ৬টি নাটক প্রদর্শিত হতে যাচ্ছে।

নাটকগুলো হলো- অপেন স্পেস থিয়েটারের পরিবেশনায় 'টুয়েলভ অ্যাংরি ম্যান', দৃশ্যপট-এর পরিবেশনায় 'সক্রেটসের জবানবন্দী', জাহাঙ্গীরনগর থিয়েটারের 'আজ কমনদলের ফাঁসি' এবং 'বাজাও পঞ্চজন্য', আরন্যকের পরিবেশনায় থাকবে 'রাড়াং'।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান