জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার পেলেন তাসনুভা অরিন
জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার পেলেন তাসনুভা অরিন

কবি : তাসনুভা অরিন


এবার ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ পেয়েছেন তাসনুভা অরিন। মার্কিন গবেষক ক্লিনটন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত হয়েছে।

৩০ বছরের কম বয়সী কবিদের কাছে পাণ্ডুলিপি আহ্বান করা হয় ২০১৮ সালের আগস্ট মাসে। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী তাসনুভা অরিনের ‘ত্রিকালদর্শী বেলপাতা’ পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেন। পুরস্কার হিসেবে কবি পাবেন ২৫ হাজার টাকা। পাণ্ডুলিপিটি গ্রন্থাকারে প্রকাশ করবে প্রথমা প্রকাশন।

কবি তাসনুভা অরিনের জন্ম ২ অক্টোবর ১৯৯০, রাজশাহীতে। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ করছেন।   


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান