টিপু সুলতান ।। দুটি কবিতা
টিপু সুলতান ।। দুটি কবিতা
ফিসফাস ক্ষুরের শব্দ

সব পথ থেমে গেলে-দাঁড়াইয়া দেখি

আমার ধানমাঠ বৃষ্টিতে কাঁথামুড়ি দিচ্ছে
চিড়েভেঁজার মতো;দুগ্ধবতী আলপথ-
শর্করা মাখানো শরীর-বাহু টেনে-হাঁটে
তরুণরোদের উঠোন-থির হাওয়াদের
বাড়ি বাড়ি জ্যান্ত হরিণ চোখ,এত ভাবি-

বাদ যায় না আগত অনাগত মুখ
বয়ে নিচ্ছে পৃথিবীর সুস্থ কলোনি-
মিলিয়ে যায় আগামী সব,বিসর্জন-

এই সব খবর পৌছয় ঘাসের কাছে
জেগে আছে পালের বৃক্ষ,ছায়াসম;
মহিষের ঘাড়ে পাখির হাঁটাফাটা দাগ
ফিসফাস ভেসে যাচ্ছে ক্ষুরের শব্দ


*

নাগরের পানপাত্র ঠোঁট


চুড়ির জরায়ু ভাঁজে নাগরের পানপাত্র ঠোঁট

হোঁচট খাচ্ছে প্রতিদিন-অবরুদ্ধ বয়স পান করে

নুনের মতো নোনা হয়ে আঙুলের সংসার;

সুপ্রিয় মায়া হাত-তৃণঘর,শরীর-বুনে বুনে
বোধিবৃক্ষ ফোটানো গহিন মিলন-জন্ম দিচ্ছে
নতুন মুখগুলোর বসন্ত,পৃথিবীর পথে ফেরা-
জটলা পাকানো পাকা ধান-পাখিরা আকাশ তুলে
নিয়ে যাচ্ছে হাওয়ার ওড়নায়,চিৎ পালকে-

আমি রোজ প্রত্যেক শরীরভিটের ত্বকীয় মলাটে

স্পর্শ কাঁপানো বুক দেখি-সেলাই করে যাচ্ছে

কায়দাবাজ ঠোঁট,দু'জন মুখোমুখি-বরফজমা কাঠি!

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান