তরুণ কবি মন্দিরা এষ পেলেন মাহবুবুল হক শাকিল পুরস্কার ২০১৯
তরুণ কবি মন্দিরা এষ পেলেন মাহবুবুল হক শাকিল পুরস্কার ২০১৯

 মাহবুবুল হক শাকিল পুরস্কার ২০১৯ প্রদান পেয়েছেন তরুণ কবি মন্দিরা এষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত কবি মন্দিরা এষের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের ৫১তম জন্মদিন উপলক্ষে এই পুরস্কার প্রদান করে মাহবুবুল হক শাকিল সংসদ।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। মাহবুবুল হক শাকিল সংসদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শাকিলের বাবা ময়মনসিং আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, প্রকাশক মাজহারুল ইসলাম, ওসমান গণি, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় প্রমুখ।

আনিসুজ্জামান বলেন, সাহিত্যের ক্ষেত্রে শাকিলের অনেক কিছুই দেওয়ার ছিল। কিন্তু ট্র্যাজেডি হলো শাকিল চলে গেছে। মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই শাকিলের আনন্দ ছিল। এভাবেই সে মানুষ হিসেবে অনন্য সাধারণ হয়ে উঠেছিল।’ তিনি আরো বলেন, শাকিল রাজনীতি করেছে ছাত্রজীবন থেকে। সে রাজনীতি মানুষের অধিকার আদায়ের জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। এখন রাজনীতি কলুষিত হয়েছে, কিন্তু এই কলুষিত রাজনীতি শাকিলকে স্পর্শ করে নি।

শাকিলের বাবা জহিরুল হক বলেন, এই অনুষ্ঠান আমার মাঝে মিশ্র অনুভূতি তৈরি করেছে। শাকিলের জন্মদিনকে ঘিরে এই আয়োজন। শাকিল আমাদের মাঝে নাই, কিন্তু অল্প সময়ে শাকিল তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তার স্মৃতি রেখে গেছে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশে মন্দিরা এষ বলেন, এই পুরস্কার পাবো কখনো ভাবিনি। আমার ছোট বোন বিজ্ঞপ্তি দেখে বইগুলো জমা দিয়েছিলো। মাহবুবুল হক শাকিলের নামে প্রবর্তিত এই পুরস্কার পেয়ে আমি গর্বিত।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান