তিনটি কবিতা । মালেকা ফেরদৌস
তিনটি কবিতা । মালেকা ফেরদৌস
ফিরি বার বার

( কবি আল মাহমুদ কে)
ফিরে আসি বার বার- তোমার উপমায়
ফিরি আমি বহুবার- তোমার কবিতায়।
পৃথিবীর তাবত পাহাড় আর
বেবাক শৃঙ্গ ভেদ করে ওঠে
তোমার চিৎকার---- প্রিয়তমা!
কখনো নিরন্তর শস্যের ভান্ডারে
কখনো তোমার বন্য হাহাকারে
মিশে যাই বেগবান তোমার স্রোতে!
ফিরে আসি বহুবার- তোমাতেই ফিরি বার বার
কবি তুমি
তরঙ্গের মতই ফেনায়িত হ'য়ে ফেরে কবিতা তোমার,
চরাচর, মালভূমি,মৃত্তিকা, পর্বত সব ছেড়ে আত্মহারা
অশ্বারোহী এক অশান্ত পুরুষ,
তোমার অশ্বখুরের স্ফুলিঙ্গে
ভেঙ্গে পড়ে হরিৎ বৃক্ষের ডালপালা
আকাশের মেঘ-- ক্ষনকাল নদী গতিহারা,
“তুমি চারণ, স্বভাবে প্রেমিক
বিপ্লবী তুমি, তুমিই চেঙ্গিস
দখল, লুন্ঠন,সভ্যতা ভেদ করে পাষন্ড পুরষ!”
তোমার অঙ্গের অংশ হ'য়ে--
তোমাকেই জন্ম দেই আমি।
ধরে রাখ, ছিন্ন ভিন্ন কর
আর বল-- ভালোবাসি--ভালবাসি!

 
এ ভরা দুর্দিনে

(প্রিয় রাজিয়া হোসাইন আপাকে)
তোমার আহ্বান এলো এক সন্ধ্যায় লেখার জন্য,
পাখিরা ঘরে ফিরছিল, বারান্দার স্নিগ্ধ পুষ্পের
লাবণ্যের মত তোমার কন্ঠ রুমের অন্ধকারে
কেঁপে উঠছিল,’কবিতাই দিতে পারে আত্মার আহার’
এ অন্ধকার সময়ে কি নিরুদ্বেগে তোমার নিঃশ্বাসের
তরঙ্গ বইছিল,হঠাৎ কেন বেদনার্ত হই আমি?
বহু যুগের নিস্তবদ্ধতা এসে কণ্ঠ রুদ্ধ করে দেয়।
তুমি ছিলে কি নির্মল স্বাভাবিক আকাশ যেমন
নিশ্চিন্ত নীল,গাঢ় অন্ধকারে আত্মজের উড়াল,
কোন বিমর্ষতাই যেন তোমাকে ছুঁতে পারেনি,
কেমন অশ্রুহীন স্থির তুমি, ভাবতেই কেঁপে উঠি
অন্ধকারে, মায়ের স্পর্শ খুঁজি প্রতিটি সকালে,
মা মা করে ডেকে উঠি এ ভরা দুর্দিনে,
কান্না আর কষ্টের হাহাকার প্রার্থনায় ঢেকে রাখো,
এসো আজ অশ্রুর দু’টো স্রোত মিশে যাক দু’জনের
জায়নামাজের সবুজ জমিনে।

ক্যাফের বেড়ালেরা

ক্যাফের বেড়ালেরা চুপচাপ বাড়ি ফিরছে
শুনশান শব্দহীন,অথচ পরান্নভোজী এসব
পোষা বেড়াল দানব মালিকের জুতা চেটে সাফ করে,
অনর্গল মিথ্যা মিউ মিউ শব্দে প্রভুকে ব্যস্ত রাখে,
আসলে এসব বেড়ালেরাই প্রকৃত বিশ্বাসঘাতক!
আকাশে ক্রিসেন্ট চাঁদ পুলের জলে দুলছে,
জোনাকিরা ক্লান্তিহীন চক্রাকারে ঝোপের চারদিকে- যেন
সচলতার এই ঘুর্ণ্যমান বৃত্ত রাতের আঁধার ভেঙ্গে চৌচির
করে দেবে,প্রকৃতির এই স্থূলতার মধ্যেও সব কিছু অতিক্রমের সাহস দেবে।
বিরুদ্ধ বাতাস ক্রমশঃ পৃথিবীর মানুষকে একা করছে
আমরা সুবিধা বঞ্চিত নিম্নবিত্ত,দরিদ্ররা কেবল আকাশে তাকাই-
আগের মত পৃথিবী আবার মৃত্তিকা ভেদ করে জেগে উঠুক
সবুজ পাতার আঘ্রাণ বাতাসের তরঙ্গে আবার প্রবাহিত হোক,
ভয়হীন জনপদে কলরোল উঠুক,আমি আবার
পৃথিবীর সব মানুষের মধ্যে নিজেকে দেখব।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান