দাগ সাহিত্য পুরস্কার ও অবক্ষয়ের বিরুদ্ধে কবিতা
দাগ সাহিত্য পুরস্কার ও অবক্ষয়ের বিরুদ্ধে কবিতা

সাহিত্যের ছোটকাগজ দাগ প্রবর্তিত ‘দাগ সাহিত্য পুরস্কার ২০১৮-১৯’ পেয়েছেন ৭ গুণীজন। এছাড়া দাগ তারুণ্যদীপ্ত সম্মাননা পেয়েছেন ইসরাফিল আলম এমপি। গত সোমবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভিআইপি হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কথাসাহিত্যে আনিসুল হক, কবিতায় আমিনুল ইসলাম, আত্মজীবনীতে ইজাজ আহমেদ মিলন, প্রবন্ধে ড. মোহাম্মদ আসাদুজ্জমান চৌধুরী, সমাজ সেবায় কামরুল হাসান কাজল, ছোটগল্পে নূর কামরুন নাহার এবং তরুণ কবিতায় তুষার কবির।

দাগ সম্পাদক মিজানুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি রেজাউদ্দিন স্টালিন ও অভিনেতা মোশাররফ করিম।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন অতিথিরা। সবশেষে অবক্ষয়ের বিরুদ্ধে ৭১ কবি স্বরচিত কবিতা পাঠ করেন। এতে অভিনেতা মোশাররফ করিমও দুটি স্বরচিত কবিতা পাঠ করেন। এবার ছিল পুরস্কার প্রদানের তৃতীয় আসর।

এর আগে ২০১৭ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন, কবিতায় হাসান হাফিজ, নাটকে দেওয়ান শামসুর রকিব, তরুণ কবিতায় আদিত্য নজরুল, প্রবন্ধে সাইফুর রহমান এবং সমাজ সেবায় ভাগ্যলক্ষ্মী (উদ্যোক্তা) পুরস্কার পান।

এছাড়া ২০১৬ সালে কবিতায় খালেদ হোসাইন, কথাসাহিত্যে সালাম সালেহ উদদীন, শিশুসাহিত্যে আনজীর লিটন, তরুণ কবিতায় জব্বার আল নাঈম এবং সমাজ সেবায় আবুহেনা মোস্তফা কামাল পুরস্কার পান।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান