দানের পয়সা - মাহফুজ রিপন  
দানের পয়সা - মাহফুজ রিপন   

কারেন্ট তার নিশানা করে ছুটছো বাউল

দিগন্ত রেখা ভেদ করে কিসের তালাসে

তোমার বসন থেকে খসে পড়ছে আলো

তড়িৎ শক্তি চলে এসেছে খমকে খমকে

 

বাজপাখি বায়ুমানচিত্র ভাঙছে আকাশে

মনবাউল সিমানা রেখা ভাঙতে পারেনা

 

বর্ডারে সাদা আর খাকি রঙয়ের বড়াই চলছে

ফুল পাখি প্রজাপতি ডাকলে বাউল শুধু কাঁদে-

দলাধরা মানুষের আসা যাওয়া লাইনে লাইনে

 

বিষাদ সুরে মাঝরাতে বিশাল তুফান

মরা পড়ে থাকে কাঁটাতারের ওপারে

নড়বড়ে কেন রাতের সিমানা পিলার !

 

ঝাঁ ঝাঁ রোদে পঙ্খি উড়াল দিল,

নোম্যান্সল্যান্ডে বেয়ারিস একতারা

দু-দেশের পতাকা বৈঠক, লাল নিশান,

বট বৃক্ষরোপন, ধুপকাঠি জ্বেলে-

দানের পয়সায় রঙিন ভোর

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.