দীপঙ্কর দত্তের কবিতা
দীপঙ্কর দত্তের কবিতা

স্বপ্ন রা আর ডানা মেলে না

 

 

কদিন ধরেই স্বপ্নগুলো আর ডানা মেলে প্রজাপতির মত উড়ছে না,

কেঁচোর মত কিলবিল করছে মনের ভিতর।

বুঝি স্বপ্নরাও করোনার ভয়ে আমার মত গৃহবন্দী।

তবে কি স্বপ্নরা আগে থেকেই আঁচ

করতে পেরেছিল করোনার আবির্ভাব।

তাই কি তারা ডানা মেলা বন্ধ করেছে?


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান