দেবাশীষ তেওয়ারীর কবিতা
দেবাশীষ তেওয়ারীর কবিতা
বিষাদ

 

পুড়ো উপকূল জুড়ে বিষাদ ছড়ানো

সমাচার নিয়ে কোনো জাহাজ ভেরে না

নাচ রেশ রয়ে গেলে নুপুরে জড়ানো

পর্যটন নিয়ে আর ময়ূরী ফেরে না

মোমের আলোয় দোলে দহ্যমান শোক

আলোর পিঠে থাকে কালোর অসুখ

 

কবরের পাশে কবর রয়েছে তাই

শোক নয় অনিদ্রার ফুল রেখে আসি

বিশ্বাসী বোনের মত পাহাড়ে দাঁড়াই

বিনাশের মুখে ঠায় মুখ চেপে হাসি

যেখানে কখনোই যাওয়া হয় নাই

সেখানে বিষাদ কেন এত অভিলাষী!

হা পুরাণ ! তত্ত্ব কথা ! বানভাসী জল  বিষাদের ফুলে ভাসে বিষাদের ফল

 

 

   


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান