দ্বীপ সরকার এর কবিতা
দ্বীপ সরকার এর কবিতা

কবি : দ্বীপ সরকার


মানুষ জন্মের আগে একটি একাত্তর জন্মেছিলো

 

আমার ঘুমটা ম্যাজিশিয়ানের মতো- চোখ বুজলেই নানানী বিনানী স্মৃতি বিজরিত দৃশ্য ভেসে ওঠেএ রকম প্রায়শঃই ঘটেসেদিন চোখ বুজতেই দেখলাম বাংলাদেশের কপালে যুদ্ধ লেখা; যুদ্ধ করেই বাংলাদেশকে সোজা হয়ে দাঁড়াতে হবে

 

শত সহস্র বছর আগেমানুষ জন্মের আগেপাথরে পাহাড়ে যখন ফিসফিসানি চলতো বৈষম্য নিয়ে, উঁচু নিচু নিয়েএরও আগে আমাদের বাংলাদেশের কপালে যুদ্ধ লেখা দেখেছিলামএর ভৌগলিক নাম দিয়েছি আমি একাত্তররক্তের চাষবাসে, নারী সম্ভ্রমের উর্বরায় অঙ্কুরিত হলো এ দেশের ভ্রƒঠিক ঊনিশ শ একাত্তরে এসে আমার ঘুম ভাঙে এবং ভোর হলে দেখি একটি সার্বভৌম রাষ্ট্রের অনেক আনাগোনা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান