দয়িতার কবি বাবুল আনোয়ারের জন্মের শুভক্ষণ
দয়িতার কবি বাবুল আনোয়ারের জন্মের শুভক্ষণ

ছবি : কবি বাবুল আনোয়ারের

প্রণব মজুমদারঃ বাবুল বেশ আপন এবং মায়াময় একটি নাম ! সংসার, সমাজ কিংবা সাহিত্য দিগন্তে বিশেষ করে বাংলা ভাষাভাষী অঙ্গনে। আমার জ্যেষ্ঠ ভ্রাতার নাম বাবুল । বড় আদর করে বাবা ডাকতেন। বাবা ও বড় ভাই অমর্ত্যলোকে! যাপিত জীবনে বাবুল নাম আমার বড় আপন । বড়দার মতো কাছের একটি শব্দ । মমতাঘেরা একটি আশ্রয় ! সুখ দুঃখের নির্ভরযোগ্য ঠিকানা । যেখানে আমি প্রতিদিন পরিভ্রমণ করি চেতনায় সৃষ্টির আনন্দে । বাবুল আনোয়ার । আশির দশকের কবি, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার এবং শিক্ষাবিদ । ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকালে আশির দশকের মাঝামাঝি সময়ে টিএসসিতে সড়ক এর এক মহড়ায় পরিচয় । তখন তিনি কবি হিসেবে দেশের জাতীয় দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রে সক্রিয় আমি ছড়া,গল্প ও প্রবন্ধে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিভিন্ন লিটল ম্যাগাজিনেও তখন তাঁর কবিতা পড়ি। তারপর দীর্ঘদিন আমাদের যোগাযোগ নেই। কবি ও ছড়াকার গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের আমন্ত্রণে মহানগরীর পল্টনস্থ কমরেড মনি সিংহ- ফরহাদ মিলনায়তনে দেখা গত বছর। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ এর সাহিত্য অনুষ্ঠান। কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ।

কবি আনোয়ার কামালের সাবলীল উপস্থাপনায় তিনি তাঁর ভালোবাসার লিরিক পাঠ করলেন । তন্ময় হয়ে শ্রবণ করি তার সৃষ্টির কাব্য উপাদান! মনোজগতে আমার স্পর্শ করলো কবির মর্মকথার আকুতি । হৃদয়জাত আদুরে বাবুলের প্রেমের পদাবলি । বিমূর্ত ভালোবাসার বিরহ যন্ত্রণার শব্দাবলি! আহা ! কী প্রেমময় শাশ্বত বাণী! অনুষ্ঠান শেষে প্রায় তিন যুগ আগের বন্ধুকে পুনঃস্থাপন করলাম অতলান্তিক মনে। তারপর সাহিত্য আকাশে একত্রে পথচলা । যে যাত্রাপথে নতুনভাবে পেলাম কবি, সম্পাদক, প্রাবন্ধিক, গল্পকার, প্রকাশক এবং ব্যাংকার আনোয়ার কামালকে । সাহিত্যের নানা অনুষ্ঠানে আমরা তিন সহযাত্রী । আজ ২৫ ডিসেম্বর দয়িতার কবি বাবুল আনোয়ারের জন্মদিন । সজ্জন, নিরহংকারী ও বন্ধুবৎসল কবির পৃথিবীতে পর্দাপনের মাহেন্দ্রক্ষণে অনেক কথাই মনে পড়ছে। শিক্ষাব্রতী সুপুত্রকন্যার নিবিড় ভালোবাসায় শিক্ষিতা সহধর্মিণীর সুখময় পরিচর্যার আলয়ে কবি বাবুল আনোয়ার সৃষ্টি করে যাচ্ছেন মননশীল সাহিত্য।

দেশের প্রথম শ্রেণির দৈনিক সংবাদপত্রসহ অনেক সাহিত্য সাময়িকী এবং লিটল ম্যাগে এখন পরিচিতি নাম বাবুল আনোয়ার। তবুও রয়েছি জেগে, সুবর্ণ শৃঙ্খল জানালায় দাঁড়িয়ে নদী, চোখ জুড়ে ভোরের আকাশ, ভালোবাসার লিরিক- ১, ভালোবাসার লিরিক-২, শিক্ষা ব্যবস্হাপনা বিষয়াদি জ্ঞান অভিধানের (প্রবন্ধ) কবি ও লেখক বাবুল আনোয়ারের গ্রন্থ সংখ্যা একশ' ছাড়িয়ে যাক। জন্মবার্ষিকীও শতবর্ষে উপনীত হোক এটাই প্রত্যাশা করছি। যে বড় ভাইকে হারিয়েছি মাত্র তিন কুড়ির বড় অবেলায় সেই কবি প্রবীর মজুমদার বাবুলের জায়গায় পেলাম বড় ভাই তুল্য কবি বাবুল আনোয়ারকে ! সুখে দুঃখে একত্রে কাটাতে চাই বাকিটা পথ ।

মাত্রাবৃত্ত ছন্দের মেঠো পথে আমাদের ভ্রমণ মূল উৎসে স্পর্শ করুক। প্রগতির পরিক্রমায় সে প্রান্তর দীপ্ত হোক মানব ভালোবাসা ও কল্যাণে ! যেমনটা ভালোবাসার গীতি শোনাতে আনন্দ পান কবি বাবুল আনোয়ার। জয় হোক হে গুণী তোমার পথচলা ! সজীব ও সবুজ থাকুক হৃদয়! তোমারি পথচলাতে আমারও আনন্দ ! বারবার আসুক তোমার বসন্ত ! # লেখক গল্পকার, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক reporterpranab@gmail.com


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান