নদীর শৃঙ্গারে বাজে আভিধানিক রাত - আখতার জামান
নদীর শৃঙ্গারে বাজে আভিধানিক রাত - আখতার জামান

প্রমাণসিদ্ধ কবিতার প্রতিটি শব্দই অধরামৃত। লিখতে গেলে--

শব্দেরা লুকোচুরি খেলে।

কিছু শব্দ জেগে থাকে বিজন মাঠে,

কিছু ঘুমায় অনুর্বর সকালে।

কিছু রুখে দাঁড়ায় বেহুলার বিজনি হাতে,

বাকিটা হারিয়ে যায় ভাটার টানে।

দৃশ্যরা মলাটবন্দি, শব্দেরা ঘুমায় বাঙলা অভিধানে।

নদীর শৃঙ্গারে বাজে আভিধানিক রাত!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান